বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৯

বিজিএমইএ’র নেতৃত্বে নেদারল্যান্ডসে সার্কুলার টেক্সটাইল ট্রেড মিশনে দেশের প্রতিনিধিদল

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)’র নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল নেদারল্যান্ডসে সার্কুলার টেক্সটাইল ট্রেড মিশনে অংশ নিচ্ছে। ‘টুগেদার ফর এ সার্কুলার ফ্যাশন টুমরো’  শীর্ষক এ মিশনটি ৮-১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে।

বিজিএমইএ’র  সহযোগিতায়  নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সি (আরভিও) এবং ঢাকায় নেদারল্যান্ডসের দূতাবাস যৌথভাবে এ মিশনের আয়োজন করেছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্জ্য পুনর্ব্যবহার, টেক্সটাইল বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নত উৎপাদন প্রক্রিয়ায় ব্যবসা, বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময়ের নতুন সুযোগ অনুসন্ধান এবং সার্কুলার টেক্সটাইল অর্থনীতির দিকে রূপান্তরকে ত্বরান্বিত করাই মিশনের মূল লক্ষ্য।

বিজিএমইএ’র সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে রয়েছেন পরিচালক শাহ রায়েদ চৌধুরী, জোয়ারদার মোহাম্মদ হোসনে কামার আলম, আসেফ কামাল পাশা ও সাকিফ আহমেদ সালাম। তাদের সঙ্গে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল খাতের শীর্ষস্থানীয় প্রস্তুতকারক ও রিসাইক্লিং উদ্যোক্তারা অংশ নিয়েছেন।

বাংলাদেশের জন্য এ ট্রেড মিশন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ পোশাক শিল্প বৈশ্বিক সার্কুলারিটি চর্চা গ্রহণ, উদ্ভাবনী প্রযুক্তি  এবং বিশ্বব্যাপী  টেকসই উৎপাদন চাহিদার সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে এগিয়ে যাচ্ছে।

চার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদল সার্কুলার নীতি, অর্থায়ন কাঠামো ও প্রযুক্তি নিয়ে উচ্চ পর্যায়ের সেমিনারে অংশ নিচ্ছে। তারা ব্রাইটফাইবার ইনসাইড, উইল্যান্ড টেক্সটাইলস, স্যাক্সসেল ও ফ্র্যাঙ্কেনহুইসসহ শীর্ষস্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানও পরিদর্শন করেছেন। এগুলো টেক্সটাইল রিসাইক্লিং ও ক্লোজড-লুপ সিস্টেমে যুগান্তকারী সাফল্যের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত।

প্রতিনিধিদল স্যাক্সিয়ন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস-এর সার্কুলার টেক্সটাইল ল্যাবও পরিদর্শন করে পুনর্ব্যবহৃত সুতা ও কাপড়ের উন্নত প্রোটোটাইপ তৈরির সুবিধা প্রত্যক্ষ করেছে। সফরে তারা বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পে এসব প্রযুক্তির বাস্তব প্রয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছে।

প্রতিনিধিদল সার্কুলার টেক্সটাইল ডেজ-এ অংশ নিয়েছে। ইউরোপীয় শীর্ষ এ প্ল্যাটফর্ম বৈশ্বিক ব্র্যান্ড, রিসাইক্লার, উদ্ভাবক এবং প্রযুক্তি সরবরাহকারীরা সার্কুলার ডিজাইন, ট্রেসেবিলিটি ও টেকসই উৎপাদন সমাধান উপস্থাপন করে।

অনুষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি উদ্ভাবন প্রদর্শন, নেটওয়ার্কিং ও ব্যবসায়িক সংযোগ তৈরির সুযোগ করে দিয়েছে।

এই মিশনে বিজিএমইএ’র নেতৃত্ব প্রতিষ্ঠানটির সাসটেইনেবিলিটি ভিশন ২০৩০-এ উল্লিখিত টেকসই উৎপাদনে প্রতিশ্রুতির প্রতিফলন। এতে সার্কুলারিটি, নির্গমন হ্রাস এবং সবুজ অর্থনীতির দিকে রূপান্তরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এ মিশনে আরও অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি কোম্পানি। এগুলো হলো এশিয়ান অ্যাপারেলস লিমিটেড, সার্কুলার ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সাইক্লো, দেশ গার্মেন্টস লিমিটেড, এভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড, ফ্লোরেন্স গ্রুপ, খেতান ট্রেডিং, মতিন স্পিনিং মিলস পিএলসি, ওশান ট্রেড ইন্টারন্যাশনাল, রিকভার, রিসাইকেল-র লিমিটেড, সরাজ ফাইবার টেক লিমিটেড, সেতারা গ্রুপ ও রিভার্স রিসোর্সেস।