শিরোনাম
ঢাকা, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস): নবায়নযোগ্য জ্বালানি- সৌর বিদ্যুৎ উৎপাদন করবে প্রাণ-আরএফএল গ্রুপ। কর্পোরেট বিদ্যুৎ ক্রয় চুক্তির (সিপিপিএ) পাইলট প্রকল্প হিসেবে এ নিয়ে পোশাক বিপণনকারী সুইডিশ ব্র্যান্ড এইচঅ্যান্ডএম (হেন্স অ্যান্ড মরিটজ) এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে চুক্তি করেছে শিল্প গ্রুপটি।
আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’ এ নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক বিষয়ভিত্তিক অধিবেশনে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে অর্থায়ন করবে আইএফসি। আর এই বিদ্যুৎ কিনবে হেন্স অ্যান্ড মরিটজকে পোশাক সরবরাহকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী, এইচঅ্যান্ডএম-এর ‘সাসটেইনেবিলিটি ফর প্রোডাকশন’-এর প্রধান ইউসুফ এল নাটুর এবং বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংগঠন আইএফসি-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের অবকাঠামো ও প্রাকৃতিক সম্পদ বিভাগের পরিচালক এবং আঞ্চলিক শিল্প প্রধান বিক্রম কুমার।
নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক অধিবেশনে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
জ্বালানি উপদেষ্টা বলেন, নোবেল বিজয়ী মুহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার বাংলাদেশকে ব্যয়বহুল আমদানিকৃত জীবাশ্ম জ্বালানি থেকে মুক্ত করতে এবং দেশের জ্বালানি মডেল পরিবর্তন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি নীতি হালনাগাদ করছে এবং ব্যবসা-বাণিজ্যের মধ্যে বিদ্যুৎ বাণিজ্য সক্ষম করতে একটি মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট নীতি চালু করছে।
তিনি বলেন, সরকার বিদ্যুতিক তার, ইনভার্টার, ব্যাটারি ও সৌর প্যানেল উৎপাদনসহ স্থানীয় ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যেও কাজ করছে।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ক্রমবর্ধমানভাবে নবায়নযোগ্য জ্বালানির ওপর মনোযোগ দিচ্ছে। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা ও জীবাশ্ম জ্বালানির আমদানি নির্ভরতা হ্রাস করার প্রয়োজনীয়তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানিতে উল্লেখযোগ্যহারে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) সুযোগ রেখেছে।