বাসস
  ১২ মার্চ ২০২৪, ১৬:৪৮

সিলেট নগরবাসীকে ন্যায্যমুল্যে খাদ্যসামগ্রী দিতে চালু হলো ‘রমজান বাজার’

সিলেট, ১২ মার্চ, ২০২৪ (বাসস) : পবিত্র রমজান মাসে সিলেট নগরবাসীকে সরকার নির্ধারিত মুল্য খাদ্যপন্য দিতে 'রমজান বাজার’ চালু করা হয়েছে।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ব্যাবস্থাপনায় আজ মঙ্গলবার বেলা ২টায় সিলেট নগরীর চৌহাট্রাস্হ সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে এ বাজার চালু হয়। এসময় এর উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
পবিত্র রমজান মাসে ন্যায্যমূল্যে ভোক্তাদের পণ্য দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করছে সিলেট সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন।
 সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ জানান,‘বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দরুন আমাদের দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। কিন্তু, আমাদের নিজেদের উৎপাদিত পণ্য যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পায়- সেজন্য রমজান মাসে আমরা ন্যায্যমূল্যের দোকান চালু করেছি। এখান থেকে সিলেটের জনসাধারণ তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়