বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫০

নাটোরে বাজার পরিস্থিতি সহনীয় ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা

নাটোর, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : বাজার পরিস্থিতি সহনীয় রাখা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় অনিমা চৌধুরী মিলনায়তনে যৌথভাবে এ সভা আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ।
সভায় বক্তারা বলেন, রমজান মাস সমাগত প্রায়। এ সময় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করে। বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সরকারের সকল দপ্তর সমন্বিতভাবে দায়িত্ব পালন করে যাবে। জনস্বাস্থ্য বিবেচনায় নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন কার্যক্রম নিশ্চিত করা হচ্ছে। এ লক্ষ্য অর্জনে জনসচেতনতা সৃষ্টি করতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
কনজুমারস এসোসিয়েশন অব নাটোর (ক্যাব) এর সভাপতি শামীমা লাইজু নীলা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর, নাটোর পৌরসভার কাউন্সিলর কহিনুর বেগম পান্না, নাটোর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি খন্দকার এনামুর রহমান চিনু, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র এবং অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়