বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১০

দেশী পণ্যের ব্রান্ডিংয়ের লক্ষ্যে কূটনীতিকদের বাণিজ্য মেলায় আমন্ত্রন

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): দেশী পণ্য বিদেশীদের কাছে ইতিবাচকভাবে তুলে ধরতে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কমার্সিয়াল কাউন্সিলারদের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে আগামী ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তারা বাণিজ্য মেলা পরিদর্শন করবেন। এদিন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সেখানে উপস্থিত থাকবেন। মেলায় আগত বিদেশী কূটনীতিকদের কাছে পোশাকের বাইরে যেসব সম্ভাবনাময় প্রধান প্রধান রপ্তানি পণ্য রয়েছে, সেগুলোর বিষয়ে বিস্তারিত ধারনা দেওয়া হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ বিষয়ে বাসসকে বলেন, ‘দেশী পণ্য বিদেশীদের কাছে ইতিবাচকভাবে তুলে ধরতে রাষ্ট্রদূত ও কমার্সিয়াল কাউন্সিলারদের বাণিজ্য মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছে। মেলা ঘুরে দেখানোর পাশাপাশি তাদেরকে পাট, হালকা প্রকৌশল, ওষুধ, প্লাস্টিক ও চামড়াজাত পণ্যের বিষয়ে বিস্তারিত ধারনা দেওয়া হবে।’ তিনি বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মূলত পণ্যের সোর্সিং কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এবার মেলার মাধ্যমে বাংলাদেশী পণ্যের ব্রান্ডিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশী পণ্যের সঙ্গে বিদেশী কূটনীতিকদের পরিচিত করাতে তাঁদের মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছে। সচিব জানান, কূটনীতিকদের পরিদর্শনের সময় তাদের নিকট রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) ভাইস চেয়ারম্যান বাংলাদেশী রপ্তানি পণ্যের সার্বিক বিষয়ে একটা প্রেজেনটেশন উপস্থাপন করবেন। এছাড়া পাট, হালকা প্রকৌশল, প্লাস্টিক, ওষুধ ও চামড়াজাত পণ্যের বিষয়ে সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা আলাদা আলাদা প্রেজেনটেশন দিবেন। এর মাধ্যমে কূটনীতিকরা বাংলাদেশী পণ্যের বিষয়ে ইতিবাচক ধারনা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তপন কান্তি ঘোষ বলেন, প্রধানমন্ত্রী নতুন পণ্য উৎপাদন ও নতুন নতুন বাজার খোঁজার নিদের্শ দিয়েছেন। একটি বা দু’টি পণ্যের উপর নির্ভরশীল না থেকে, আমরা চেস্টা করছি, রপ্তানি পণ্য বহুমূখী করতে। তাই সম্ভাবনাময় প্রধান প্রধান রপ্তানি পণ্য মেলার মাধ্যমে কূটনীতিকদের কাছে তুলে ধরা হচ্ছে।  
উল্লেখ্য, রাজধানীর উপকন্ঠে পূর্বাচল নিউ টাউনে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন। এটি বাণিজ্য মেলার ২৮তম আয়োজন। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন বিপুলসংখ্যক দর্শনার্থী মেলা পরিদর্শ করছেন।
বরাবরের ন্যায় এবারের মেলায়ও দেশীয় পণ্যের স্টলের পাশাপাশি বিদেশী পণ্যের স্টলও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়