বাসস
  ৩১ জানুয়ারি ২০২৪, ১৪:৩৮

রাঙ্গামাটিতে ইউনিয়ন পর্যায়ে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু 

রাঙ্গামাটি, ৩১ জানুয়ারি, ২০২৪ (বাসস): সরকারের ভর্তুকি মূল্যে জেলার ইউনিয়ন পর্যায়ে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। 
বুধবার  সকাল ১০টায় সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন  জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। 
এ সময় রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, বন্দুকভাঙ্গা ইউপি চেয়ারম্যান অমর চাকমা সহ স্থানীয় মেম্বারগণ উপস্থিত ছিলেন। 
টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে বন্দুকভাঙ্গা ইউনিয়নে আজ ১ হাজার ১৫০ জন কার্ডধারী তেল, চাল ও  ডাল বিক্রয় করা হয়।
এছাড়া রাঙ্গামাটি পৌরসভাধীন ৯টি ওয়ার্ডেও সরকারের ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়