ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপি ‘কোয়ালিফাই এজ দি অথোরাইজড রিপ্রেজেন্টেটিভস অব স্টেকহোল্ডার কোম্পানিজ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সোমমবার কর্মশালার উদ্বোধন করেন বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, বিনিয়োগকারিরাই পুঁজিবাজারের মূলশক্তি। আর অনুমোদিত প্রতিনিধিরা হলেন তার অন্যতম মাধ্যম। অনুমোদিত প্রতিনিধিগণ পুঁজিবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা অনুমোদিত প্রতিনিধিদের মাধমে বিনিয়োগকারিদের সংযোগ ঘটে এবং তাদের মাধ্যমে বিনিয়োগকারিগণ বাজার সম্পর্কে জানতে পারেন বলে তিনি উল্লেখ করেন।
সিকিউরিটিজ মার্কেটের ধরণ, পুঁজিবাজারের নিয়ন্ত্রণ কাঠামো, পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক কাঠামো, সিকিউরিটিজের ধরণ, বিচার ও সালিশ প্রক্রিয়া, মূলধন ও আইপিও প্রদান সংক্রান্ত নির্দেশিকা, ঢাকা স্টক এক্সচেঞ্জ (তালিকাভুক্তি) প্রবিধান, বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগকারিদের সুরক্ষায় অনুমোদিত প্রতিনিধিদের জন্য আর্থিক সাক্ষরতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।