চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : ইন্দোনেশিয়ার চার্জ দ্য এফেয়ার্স হিদায়াত আইজাহ বলেছেন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ-ইন্দোনেশিয়া এক সাথে কাজ করতে পারে। বাণিজ্য ঘাটতি নিরসনে পারস্পরিক সম্ভাবনাগুলো উন্মোচন করা এবং এ লক্ষ্যে দু’দেশ দ্রুত প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) স্বাক্ষর করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার চার্জ দ্য এফেয়ার্স হিদায়াত আতজেহ আজ ৫ সেপ্টেম্বর সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকম-লীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালকবৃন্দ মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), আলহাজ মো. সিরাজুল ইসলাম, অঞ্জন শেখর দাশ, শাহজাদা মো. ফৌজুল আলেফ খান, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মো. ইফতেখার ফয়সাল ও তানভীর মোস্তফা চৌধুরী, দূতাবাসের থার্ড সেক্রেটারি সপ্তা এন. ধনঞ্জয় উপস্থিত ছিলেন।
চিটাগাং চেম্বার সভাপতি মাহবুুবুল আলম বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ঐতিহাসিক ভ্রাতৃপ্রতীম সম্পর্ক উল্লেখ করে বলেন, অমিত সম্ভাবনা থাকা সত্ত্বেও উভয় দেশের ব্যবসা ও বিনিয়োগ কাংখিত লক্ষ্যে পৌঁছেনি। তিনি পারস্পরিক সম্পর্কোন্নয়নে দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে মেলবন্ধন তথা বেসরকারি খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। চেম্বার সভাপতি বাণিজ্য সম্প্রসারণে যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা উল্লেখ করে চট্টগ্রাম-ঢাকা-জার্কাতা অথবা ঢাকা-চট্টগ্রাম-জার্কাতা সরাসরি ফ্লাইট চালু করতে দূতাবাসের ব্যক্তিগত উদ্যোগ কামনা করেন। তিনি বর্তমান সরকারের প্রস্তাবিত ১০০ টি অর্থনৈতিক অঞ্চল বিশেষ করে চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে ইন্দোনেশিয়ান যৌথ বা একক বিনিয়োগ প্রত্যাশা করেন।
ইন্দোনেশিয়ার চার্জ দ্য এফোয়ার্স করোনাকালীন বাংলাদেশের অর্থনীতি ও মহামারি মোকাবেলায় বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরিই প্রমাণ করে বাংলাদেশ এতদঞ্চলের শীঘ্রই অর্থনীতির সুপার পাওয়ার হতে যাচ্ছে। চার্জ দ্য এফোয়ার্স করোনা মোকাবেলায় ইন্দোনেশিয়ার সরকারকে ওষুধ ও চিকিৎসা সামগ্রী প্রদান করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
চার্জ দ্য এফোয়ার্স দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক তথ্য আদান-প্রদান এবং সম্পর্কোন্নয়নে চিটাগাং চেম্বারের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মত বিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন ও সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর। মত বিনিময়শেষে চার্জ দ্য এফোয়ার্স ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পারমানেন্ট এক্সিবিশন হল পরিদর্শন করেন।