বাসস
  ০২ নভেম্বর ২০২১, ১৮:৪১

বাসস দেশ-৩৩ : হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সম্ভাবনায়ময় ফুটবলার রাহুল

বাসস দেশ-৩৩
ফুটবলার-নিহত
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সম্ভাবনায়ময় ফুটবলার রাহুল
হবিগঞ্জ, ২ নভেম্বর, ২০২১ (বাসস) : তরুণ ফুটবলার রাহুল তালুকদার। হবিগঞ্জ-বানিয়াচং সড়কে আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সম্ভাবনাময় এই ফুলটি ঝরে গেছে। 
ফুটবল স্ট্রাইকার হিসেবে অল্প বয়সেই চারদিকে পরিচিতি। মাত্র ১৭ বছর বয়সেই হবিগঞ্জ জেলা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। জেলার গন্ডি ফেরিয়ে ঢাকার আরামবাগ ক্লাবের পক্ষেও মাঠ মাতানো নৈপূণ্য। সবাই তার মাঝে দেখছিলেন আগামী দিনের তারকা খেলোয়াড় হওয়ার সম্ভাবনা। 
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডোবা নামক স্থানে একটি কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুলের। সে হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের হাজী ছত্তার মিয়ার ছেলে। এই সড়ক দুর্ঘটনায় পান্না (১৬) ও সাফিয়া (১৬) নামে আরও দুই কিশোরী আহত হয়। এর মাঝে গুরুতর অবস্থায় পান্নাকে ঢাকায় পাঠানো হয়েছে। সাফিয়াকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পান্না বানিয়াচং উপজেলার নন্দিপাড়া মহল্লার আব্দুল কুদ্দুছের মেয়ে এবং সাফিয়া একই উপজেলার ইনাতখানী মহল্লার আলকাছ মিয়ার মেয়ে।
রাহুল তালুকদারের মৃত্যুর খবর পেয়ে শত-শত লোকজন হাসপাতালে এসে ভীড় জমান। জেলার ফুটবলার, ক্রীড়া সংগঠক আর রাহুলের স্বজনের কান্নায় হাসপাতালের এলাকায় নেমে আসে শোকের ছায়া। 
হবিগঞ্জ জেলা দলের খেলোয়াড় আফজাল হোসেন বলেন, রাহুল অনেক সম্ভাবনাময় ফুটবলার ছিল। আরামবাগের বয়সভিত্তিক দলে সে স্ট্রাইকার হিসেবে নিয়মিত গোল করে পেশাদার লীগে অভিষেকের অপেক্ষায় ছিল। তার এই মৃত্যু শুধু হবিগঞ্জের জন্যই নয়, সারা দেশের ফুটবলের জন্য একটি বড় ক্ষতি।
হবিগঞ্জের ফুটবল প্রশিক্ষক আব্দুল আজিজ বলেন, রাহুলের মৃত্যু আমাদের ফুটবলের জন্য বড় ক্ষতি। এমনতিতেই দেশে স্থানীয় স্ট্রাইকারের অভাব। রাহুলের মাধ্যমে এই অভাব পূরণের ভাল সম্ভাবনা ছিল।
বানিয়াচং থানার ওসি তদন্ত প্রজিত কুমার দাস জানান, বানিয়াচং থেকে একটি প্রাইভেট কার হবিগঞ্জ শহরের আসার পথে কালারডোবা নামক স্থানে দুর্ঘটনায় পতিত হয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন। 
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৪০/কেজিএ