বাসস
  ১০ জুন ২০২৩, ১৬:১১
আপডেট  : ১০ জুন ২০২৩, ১৬:১৪

ভারতের মাটিতে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন ইউসুফ

লাহোর, ১০ জুন ২০২৩ (বাসস) : আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য  ওয়ানডে বিশ^কাপে নিজ দেশের  শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন  পাকিস্তানের  সাবেক  ব্যাটার মোহাম্মদ ইউসুফ। তার মতে, টিম কম্বিনেশনের কারনে বিশ^কাপ জয়ের সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। ব্যাটিং-বোলিং বিভাগে গভীরতা ও ধারাবাহিক পারফরমেন্সে ট্রফি জয়ের ভালো সুযোগ রয়েছে পাকিস্তানের।
গত কয়েক বছর যাবত আন্তর্জাতিক অঙ্গনে দারুন পারফরমেন্স করছে পাকিস্তান। ব্যাটিং-বোলিং গভীরতা পাকিস্তানের পারফরমেন্সকে অনেকগুন বাড়িয়ে দিয়েছে। এতে আগামী ওয়ানডে বিশ^কাপ জয়ের সুযোগ তৈরি হয়েছে পাকিস্তানের। ১৯৯২ সালে সর্বশেষ ওয়ানডে বিশ^কাপ জিতেছিলো পাকিস্তান। ৩১ বছর ধরে ওয়ানডে বিশ^কাপ জিততে না পারার খড়া কাটাতে মরিয়া পাকিস্তান। এ বছর সেই খড়া কাটবে বলে বিশ^াস করেন পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ৩৮১ ম্যাচে ১৭ হাজারের বেশি রান করা ইউসুফ।
লাহোরে সাংবাদিকদের ইউসুফ বলেন, ‘সাদা বলের ক্রিকেটে আমাদের কম্বিনেশন খুবই ভালো। আইসিসি ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাংকিং তালিকায় শীর্ষ ১০এর মধ্যে তিন জন আছে আমাদের। ইমাদ ওয়াসিম ফিরে এসেছে। শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ খুবই ভালো। আমাদের তিন জন শীর্ষ পর্যায়ের অলরাউন্ডার আছে, যারা দারুণ ফিল্ডিংও পারে। আমি মনে করি, বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনা আছে আমাদের।’
দলের ছয় পেসার পাকিস্তানের বিশ^কাপ জয়ে বড় ভূমিকা রাখবে বলে বিশ^াস করেন ইউসুফ। তিনি বলেন, ‘পেস বোলিংয়ে শাহিন শাহ (আফ্রিদি), নাসিম শাহ, হারিস রউফ, ওয়াসিম (জুনিয়র) আছে। এছাড়াও ইহসানউল্লাহ ও জামান খানের মতো নতুন পেসার আছে। সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অনেক বিকল্প আছে।’
আগামী ওয়ানডে বিশ^কাপে পাকিস্তানের খেলা এখনও অনিশ্চিয়তার মুখে। কারন এশিয়া কাপের আয়োজক পাকিস্তানের মাটিতে খেলতে রাজি নয় ভারতীয় দল । এজন্য ভারতের মাটিতে বিশ^কাপে না খেলার হুমকি দিয়ে রেখেছে পাকিস্তানও।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়