BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ০১ জুন ২০২৩, ১৬:৫৯

‘বিশ্বকাপ’ প্রস্তুতির সিরিজ শুরু করছে শ্রীলংকা ও আফগানিস্তান

হাম্বানটোটা, ১ জুন ২০২৩ (বাসস) : আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আগামী আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান। কিন্তু বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিশ্চিত করতে পারেনি সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকা। বিশ্বকাপের খেলতে হলে বাছাই পর্বের বাঁধা টপকাতে হবে লংকানদের। বিশ্বকাপকে মাথায় রেখে প্রস্তুতি হিসেবে কাল থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে শ্রীলংকা ও আফগানিস্তান। হাম্বানটোটায় সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে। 
বিশ্বকাপে সরাসরি খেলতে হলে সুপার লিগে সেরা আট দলের মধ্যে থাকার সমীকরণ ছিলো দলগুলোর সামনে। পয়েন্ট টেবিলে ১৫ ম্যাচে ১১৫ পয়েন্ট নিয়ে সপ্তমস্থান পায় আফগানিস্তান। এতে বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট পায় আফগানরা। 
২৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে থাকায় সরাসরি খেলার সুযোগ পায়নি শ্রীলংকা। এবার বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে হবে লংকানদের। এ মাসের ১৮ জুন থেকে জিম্বাবুয়েতে ১০ দলকে নিয়ে শুরু হবে বিশ্বকাপের বাছাই পর্ব। 
বাছাই পর্বে গ্রুপ-বি’তে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে শ্রীলংকা। 
বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে আফগানিস্তান সিরিজকে দেখছে শ্রীলংকা। দলের অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ বাছাই পর্বের আগে নিজেদের পরীক্ষা-নিরিক্ষা করার ভালো মঞ্চ এটি। আমাদের লক্ষ্য থাকবে সিরিজ জয়। ভালো ক্রিকেট খেলতে পারলে জয় অসম্ভব কিছু না।’
শ্রীলংকার বিপক্ষে খেলতে নামার আগে বড়সড় ধাক্কা আফগান শিবিরে। পিঠের ইনজুরির কারনে শ্রীলংকার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারবেন না দলের সেরা স্পিনার রশিদ খান। আশা করা হচ্ছে তৃতীয় ওয়াডেতে খেলবেন রশিদ। 
রশিদের না থাকাটা দলের জন্য বড় ধাক্কা মনে করছেন আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি। লংকানদের বিপক্ষে সিরিজ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মনে করছেন তিনি। শাহিদি বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু হচ্ছে আমাদের। সিরিজে ভালো করতে মুখিয়ে আছে সবাই। রশিদকে হারানোটা বড় ধাক্কা আমাদের জন্য। তারপরও সামনে এগিয়ে যেতে হবে এবং সিরিজে ভালো করতে হবে।’
এখন পর্যন্ত একবার দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ খেলেছে শ্রীলংকা ও আফগানিস্তান। গেল বছর নভেম্বরে শ্রীলংকার মাটিতে হয়ে যাওয়া তিন ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়। বাকী চারটি ম্যাচ এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলেছিলো দু’দল। সর্বমোট ৭বারের মুখোমুখিতে ৪টিতে জিতেছে শ্রীলংকা, দু’টিতে আফগানিস্তান। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
শ্রীলংকা দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারতেœ, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুণারতেœ, দুশান হেমন্ত, হাসরাঙ্গা ডি সিলভা, লাহিরু কুমারা, দশুমন্থ চামিরা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা ও মহেশ থিকশানা। 
আফগানিস্তান দল : হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, আব্দুল রহমান, ফজলহক ফারুকি ও ফরিদ আহমেদ মালিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়