বাসস
  ২৮ মার্চ ২০২৩, ১৭:৫৭

ডিপিএল: টানা পঞ্চম জয় আবাহনীর

ঢাকা, ২৮ মার্চ, ২০২৩ (বাসস) : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা পঞ্চম জয়ের স্বাদ পেয়েছে আবাহনী লিমিটেড। আজ নিজেদের পঞ্চম ম্যাচে আবাহনী ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্সকে। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আবাহনী। ব্যাট হাতে নেমেই চাপে পড়ে রূপগঞ্জ। প্রতিপক্ষের বোলিং তোপে ৩৭ দশমিক ২ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। দলের পক্ষে অধিনায়ক নাইম ইসলাম সর্বোচ্চ ৩৩, ভারতের অঙ্কিত বাউনে ২১ ও আলাউদ্দিন বাবু অপরাজিত ১৯ রান করেন। আবাহনীর তানভীর ইসলাম ৩টি, মোহাম্মদ সাইফুদ্দিন-রাকিবুল হাসান-তানজীম হাসান সাকিব ২টি করে উইকেট নেন। ১২৮ রানের জবাবে ইনিংসের শুরু থেকেই মারমুখী ব্যাট করেন আবাহনী ওপেনার এনামুল হক বিজয়। সতীর্থ মোহাম্মদ নাইমকে নিয়ে ১৯ দশমিক ১ ওভারেই আবাহনীর জয় নিশ্চিত করেন বিজয়। ৭টি চার ও ৫টি ছক্কায় ৬২ বলে অপরাজিত ৮০ রান করেন তিনি। ৫টি চার ও ১টি ছয়ে ৫২ বলে অনবদ্য ৪৩ রান করেন নাইম। দিনের অন্য ম্যাচে, এবারের আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে সিটি ক্লাব। নিজেদের পঞ্চম ম্যাচে সিটি ক্লাব ৬ উইকেটে হারিয়েছে ঢাকা লিওপার্ডসকে। সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ২১ বল বাকী থাকতেই ১৬২ রানে গুটিয়ে যায় ঢাকা লিওপার্ডস। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার জসিম উদ্দিন। সিটি ক্লাবের আসিফ হাসান-রাফসান আল মাহমুদ ৩টি করে উইকেট নেন। জবাবে ওপেনার রায়ান রহমান ও উইকেটরক্ষক শাহরিয়ার কমলের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৩০ বল বাকী রেখে লিগে প্রথম চার ম্যাচ হারের পর প্রথম জয়ের স্বাদ নেয় সিটি ক্লাব। রায়ান ৮৩ বলে ৫০ রান করে আউট হলেও, ১১৫ বলে ৬৯ রান তুলে অপরাজিত থাকেন শাহরিয়ার।
  • সর্বশেষ
  • জনপ্রিয়