বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৩

যুব গেমস : মিডিয়া কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৮ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস): বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) আয়োজনে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র জন্য গঠিত মিডিয়া কমিটির এক সভা আজ রাজধানীর সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 
মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বিওএ’র সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ সামছুল আলম খান, গেমস আয়োজক কমিটির কো-অর্ডিনেটর ও সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বাংলাদেশ টেলিভিশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক ও গেমস মিডিয়া কমিটির কো-চেয়ারম্যান ডক্টর সৈয়দা তাসমিনা আহমেদসহ কমিটির সদস্যবৃন্দ।
আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হওযা  চূড়ান্ত পর্বে ২৪টি ডিসিপ্লিনে মোট  ৫ হাজার ক্রীড়াবিদরা অংশগ্রহণ করবে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়