BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৭

প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড

নাগপুর, ৫ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস/ক্রিকইনফো) : ভারতের বিপক্ষে আসন্ন চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। বাঁ-পায়ে অ্যাকিলিসের ইনজুরিতে ভুগছেন তিনি। সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত হ্যাজেলউড।
হ্যাজেলউডের অনুপস্থিতিতে প্রথম টেস্টের দলে সুযোগ পেতে পারেন   পেসার স্কট বোল্যান্ড। প্রথমবারের মত বিদেশের মাটিতে টেস্ট খেলতে নামবেন তিনি। এখন পর্যন্ত ঘরের মাটিতেই ক্যারিয়ারের সবগুলো টেস্ট খেলা বোল্যান্ড  ৬ ম্যাচে  ২৮ উইকেট শিকার করেছেন।
গত দুই বছর ধরেই টেস্টে অনিয়মিত হ্যাজেলউড এই সময়ে মাত্র ৪টি টেস্ট খেলেছেন।  গেল বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আঙুলের ইনজুরিতে পড়েন এই ডান-হাতি পেসার। এরপর সিরিজের দ্বিতীয় ও পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে মাঠের বাইরে ছিলেন হ্যাজেলউড। সিডনিতে প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় টেস্ট দিয়ে বড় ফরম্যাটে খেলার সুযোগ পান তিনি।  
সিডনি টেস্ট দিয়ে ফিরলেও বৃষ্টির কারনে আউটফিল্ড ভেজা থাকায় বোলিং করতে গিয়ে অ্যাকিলিসের সমস্যায় পড়েন হ্যাজেলউড। এজন্য ভারতের মাটিতে পা রেখে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার অনুশীলন ক্যাম্পের নেটে বল করতে পারেননি তিনি।
আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট  শুরুর দু’দিন আগে বল হাতে অনুশীলন শুরুর অপেক্ষায় আছেন হ্যাজেলউড।
তিনি বলেন, ‘এটি সিডনি টেস্টে পাওয়া চোট। ভারী বৃষ্টির পর মাঠ নরম হয়ে যাবার পর বোলিং করেছি। রান-আপ নেয়ার জায়গা খুবই নরম ছিল। টেস্টের জন্য বাড়তি অনুশীলনের কারনে এটি শরীরের সাথে মানানসই হয়নি।’
আঙুলের ইনজুরির কারনে প্রথম টেস্ট থেকে আগেই ছিটকে গেছেন পেসার মিচেল স্টার্ক। আঙুলের ইনজুরি থেকে সুস্থ হলেও বোলিং করার মতো ফিট হয়ে উঠতে পারেননি পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়