বাসস
  ২৮ জানুয়ারি ২০২৩, ০৯:১০

ইউরোর ২০২৪’র আগে অনুশীলন ম্যাচের ঘোষণা জার্মানীর

মিউনিখ, ২৮ জানুয়ারি ২০২৩ (বাসস/এএফপি) : ২০২৪ সালে ঘরের মাঠের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের প্রস্তুতি হিসেবে আগামী ২৫ মার্চ মেইঞ্জে পেরু ও তিনদিন পর কোলনে বেলজিয়ামের বিরুদ্ধে দুটি অনুশীলন ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে জার্মানী।
স্বাগতিক হিসেবে জার্মানীকে যেহেতু বাছাইপর্ব খেলতে হবেনা সে কারনে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত তারা ১২টি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে প্রথম দুটি তারিখ ঘোষনা করেছে জার্মানী।
কাতারে টানা দ্বিতীয়বারের মত বিশ^কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর আবারো ব্যর্থতার পরিচয় দিয়েছে জার্মানী। জাপানের কাছে বিস্ময়কর ভাবে পরাজিত হয়ে জার্মানীকে কাতার থেকে বাড়ি ফিরতে হয়েছে। কোচ হান্সি ফ্লিক অবশ্য এসব কিছুকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে আগ্রহী, ‘আমরা ইতোমধ্যেই ঘরের মাঠের ইউরো চ্যাম্পিয়নশীপ নিয়ে দারুন আশাবাদী। দারুন কিছু ম্যাচ আমরা স্বাগতিক সমর্থকদের উপহার দিতে চাই। পুরনো জার্মানীকে যেন সবাই আবারো মাঠে ফিরে পায় তার সব চেষ্টাই আমাদের থাকবে।’
২০২৪ সালের জুন-জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশীপে আয়োজিত হবে। আয়োজক শহর হিসেবে বার্লিন, মিউনিখ, কোলন, ডাসেলড্রফ, স্টুটগার্ট, লিপজিগ, হামবুর্গ, ফ্রাংকফুর্ট ও জেলসেনকারচেনে চ্যাম্পিয়নশীপের ম্যাচগুলো  অনুষ্ঠিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়