বাসস
  ২৪ জানুয়ারি ২০২৩, ১২:৩৭

কলম্বিয়ান স্ট্রাইকার দুরানকে দলে ভেড়ালো ভিলা

লন্ডন, ২৪ জানুয়ারি ২০২৩ (বাসস/এএফপি) : কলম্বিয়ান স্ট্রাইকার জন দুরানকে  শিকাগো ফায়ার থেকে দলে ভিড়িয়েছে এ্যাস্টন ভিলা। প্রিমিয়ার লিগ ক্লাব কাল  আনুষ্ঠানিক ভাবে এই তথ্য নিশ্চিত করেছে। 
গত সপ্তাহে শিকাগোর সাথে ১৪.৭৫ মিলিয়ন পাউন্ডের চুক্তি হয়েছে ভিলার। তবে চুক্তির এই পরিমান ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। ১৯ বছর বয়সী দুরান এমএলএস দল শিকাগোর হয়ে গত মৌসুমে ২২ ম্যাচে আট গোল করেছে। এছাড়া কলম্বিয়ার হয়ে খেলেছেন তিনটি ম্যাচ। 
জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোচ উনাই এমেরির এটি দ্বিতীয় চুক্তি। এর আগে রিয়াল বেটিস থেকে এ্যালেক্স মোরেনোকে দলে ভিড়িয়েছে ভিলা। এক বিবৃতিতে ভিলা জানিয়েছে, ‘এ্যাস্টন ভিলা অত্যন্ত আনন্দের সাথে শিকাগো ফায়ার থেকে জন দুরানের সাথে  স্থায়ী চুক্তির ঘোষনা দিচ্ছে।’
প্রিমিয়ার লিগে দ্রুতই নিজেকে মানিয়ে নিতে মুখিয়ে থাকা দুরান বলেছেন, ‘পৃথিবীর সব ইচ্ছা আমার আছে। আমি জানি এটা বিশে^র সবচেয়ে গুরুত্বপূর্ণ লিগ। মূলত এটাই বিশে^র সেরা লিগ। এখানে কঠোর পরিশ্রম করার আগ্রহ এমনিতেই আসে। ক্লাবের জন্য নিজের সবটুকু দিয়ে জয়ের চেষ্টা করাই এখানে মূল লক্ষ্য। আশা করছি দ্রুতই মাঠে নামতে পারবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়