বাসস
  ০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৭

যুব গেমস: শেষ হলো নীলফামারী জেলার প্রতিযোগিতা

নীলফামারী, ৮ জানুয়ারি, ২০২৩ (বাসস) : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’র  নীলফামারী  জেলা পর্যায়ের  খেলা শেষ হয়েছে।  প্রতিযোগিতা শেষে আজ সন্ধ্যায় নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে  বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পর্যবেক্ষক মো. আমজাদ হোসেন ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
এর আগে একই স্টেডিয়ামে তরুণ ও তরুণী ফুটবল দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে উভয় গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী সদর উপজেলা ফুটবল দল। তরুণ ফুটবলে নীলফামারী সদর উপজেলা  দল ৪-২ গোলে  কিশোরগঞ্জ উপজেলাকে পরাজিত করে। তরুণী বিভাগে সদর উপজেলা দল ৩-০ গোলে ডোমার উপজেলা দলকে পরাজিত করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়