বাসস
  ০৭ জানুয়ারি ২০২৩, ১৮:২৮

যুব গেমস : হবিগঞ্জ পর্ব শুরু

হবিগঞ্জ, ৭ জানুয়ারী, ২০২৩ (বাসস) : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র আন্তঃউপজেলা পর্যায়ে হবিগঞ্জ জেলা পর্ব  আজ শুরু হয়েছে। 
সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে গেমস এর উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম। 
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বদরুল আলম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রদীপ দাস সাগর ও জিমন্যাস্টিকস  ফেডারেশনের সাধারন সম্পাদক মো. আহমেদুর রহমান। 
বিওএ’র উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তিনদিন ব্যাপি যুব গেমস এ ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে । জেলার ৯টি উপজেলার সহ¯্রাধিক ক্রীড়াবিদ গেমসে অংশ নিচ্ছেন। ৯ জানুযারী বিকেলে গেমস এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়