বাসস
  ০৭ জানুয়ারি ২০২৩, ১৮:০৭

যুব গেমস : শেরপুর পর্ব শুরু

শেরপুর ৭ জানুয়ারি ২০২৩ (বাসস) : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত  শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র শেরপুরে আন্ত:উপজেলা পর্যায়ে শেরপুর  জেলা পর্বের প্রতিযোগিতা  আজ   শনিবার থেকে শুরু হয়েছে। সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে  গেমসের  উদ্বোধন করেন  জেলা প্রশাসক সাহেলা আক্তার। 
অতিরিক্ত জেলা প্রশাসক  মুকতাদিরুল আহমেদ-এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু বকর সিদ্দিকী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সম্পাদক মানিক দত্ত। 
উদ্বোধনী দিনে তরুণ-তরুণী বিভাগে ফুটবল, দাবা ও টেবিল টেনিসসহ ৩ টি ডিসিপ্লিনের ৮টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। 
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক দত্ত জানান, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে দেশে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ যুব গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম পর্যায় (২-১০ জানুয়ারি) আন্ত:উপজেলা, দ্বিতীয় পর্যায় (১৬-২০ জানুয়ারি) আন্ত:জেলার খেলা শেষে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শেরপুর জেলায় ৭টি ডিসিপ্লিন-ফুটবল, ভলিবল, সাঁতার, অ্যাথলেটিকস, দাবা, টেবিল টেনিস ও ব্যাডমিন্টনের  ১৮টি ইভেন্টে প্রায় সাড়ে ৫ শতাধিক অনুর্ধ্ব-১৭ বছর বয়সী তরুণ-তরুনী ক্রীড়াবিদ অংশগ্রহণ করছে।   

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়