BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ২৭ নভেম্বর ২০২২, ১৬:৫৯

বৃষ্টিতে পরিত্যক্ত ভারক-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে

হ্যামিল্টন, ২৭ নভেম্বর, ২০২২ (বাসস) : বৃষ্টিতে পরিত্যক্ত হলো ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি। 
হ্যামিল্টনে বৃষ্টির কারনে ২৯ ওভারে নামিয়ে আনা ম্যাচে  টস হেরে প্রথমে ব্যাট করে ১২ দশমিক ৫ ওভারে ১ উইকেটে ৮৯ রান করে ভারত। এরপর বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়। 
ভারতের অধিনায়ক ও ওপেনার শিখর ধাওয়ান ৩ রানে বিদায় নেন। আরেক ওপেনার শুভমান গিল ৪৫ ও সূর্যকুমার যাদব ৩৪ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডে ম্যাট হেনরি ১টি উইকেট নেন। 
আগামী ৩০ নভেম্বর ক্রাইস্টাচার্চে সিরিজে তৃতীয় ম্যাচ হবে। সিরিজের প্রথম ওয়ানডে ৭ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়