বাসস
  ০৩ অক্টোবর ২০২২, ১৯:০৪

প্রথম ভারতীয় হিসেবে ১১ হাজার রান কোহলির

নয়া দিল্লি, ৩ অক্টোবর ২০২২ (বাসস) : প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ১১ হাজার রান ক্লাবে নাম লেখালেন ভারতের ব্যাটার বিরাট কোহলি।
গতরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৮ বলে অপরাজিত ৪৯ রান করেন কোহলি। এই ইনিংসের সুবাদে টি-টোয়েন্টিতে ১১ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন ভারতের সাবেক এই অধিনায়ক।
জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে ৩৫৪ ম্যাচের ৩৩৭ ইনিংসে ৬টি সেঞ্চুরি ও ৮১টি হাফ-সেঞ্চুরিতে এখন  কোহলিল মোট রান ১১০৩০।
ভারতের প্রথম হলেও বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ১১ হাজার রানের মালিক হলেন কোহলি। তার আগে এই তালিকায় নাম লেখান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল-কাইরন পোলার্ড ও পাকিস্তানের শোয়েব মালিক।
টি-টোয়েন্টিতে ১১ হাজার রান করা ব্যাটাররা :
খেলোয়াড়    ম্যাচ    ইনিংস    রান
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)    ৪৬৩    ৪৫৫    ১৪৫৬২
কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ)    ৬১৪    ৫৪৫    ১১৯১৫
শোয়েব মালিক (পাকিস্তান)    ৪৮১    ৪৪৭    ১১৯০২
বিরাট কোহলি (ভারত)    ৩৫৪    ৩৩৭    ১১০৩০

  • সর্বশেষ
  • জনপ্রিয়