বাসস
  ১৮ আগস্ট ২০২২, ১৮:২৪

সতর্ক করা হলো রোনালদোকে

লন্ডন, ১৮ আগস্ট, ২০২২ (বাসস) : গত এপ্রিলে ১৪ বছর বয়সী এক অটিস্টিক  শিশু দর্শকের ফোন ভেঙে ফেলেছিলেন ম্যানচেষ্টার ইউনাইটেডের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। তদন্ত শেষে ঐ ঘটনায় রোনালদোর ভুল খুঁজে পাওয়ায় মৌখিকভাবে তাকে সর্তক করে দিলো মার্সিসাইড পুলিশ।
এক বিবৃতিতে মার্সিসাইড পুলিশ জানায়,  ঐ ঘটনার তদন্ত করে পর্তুগিজ তারকাকে সতর্ক করে দেয়া হয়েছে।
গত মৌসুমে প্রিমিয়ার এক ম্যাচে মুখোমুখি হয়েছিলো এভারটন-ম্যানচেস্টার ইউনাইটেড। ঐ ম্যাচে ১-০ গোলে হেরে যায় ইউনাইটেড। ম্যাচ হারের পর ড্রেসিংরুমে ফিরছিলেন রোনালদো। ঐ সময় রোনালদোর সাথে সেলফি তোলার চেষ্টা করেন ১৪ বছর বয়সী এক অটিস্টিক ভক্ত।
তখন বিরক্ত হয়ে ঐ ভক্তের হাতে ধাক্কা মারেন রোনালদো। ধাক্কায় ভক্তের হাত থেকে মোবাইলটি পড়ে ভেঙ্গে যায়। ঐ ঘটনার ভিডিও সাথে-সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টগ্রামে দুঃখ প্রকাশ করে বার্তা দেন রোনালদো। তিনি লিখেছিলেন, ‘আমাদের উচিত আবেগ সংযত রেখে তরুণদের সামনে উদাহরণ তৈরি করা। আমি আমার এমন প্রতিক্রিয়ার জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।’
তবে ঐ ঘটনার তদন্ত করে মার্সিসাইড পুলিশ। দীর্ঘদিন তদন্তের পর রোনালদোকে সর্তক করে দেন তারা। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ‘আমরা নিশ্চিত করছি, গায়ে হাত তোলা ও অন্যের সম্পদ ধ্বংসের দায়ে অভিযুক্ত ৩৭ বছর বয়সী একজন ব্যক্তি বুধবার স্বেচ্ছায় হাজিরা দেন এবং সতর্কতার সাথে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।’
তারা আরও জানায়, ‘গত ৯ এপ্রিল গুডিসন পার্কে এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ শেষে একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত অভিযোগ এটি। শর্তসাপেক্ষে সতর্ক করার মধ্য দিয়ে ঘটনাটি সমাপ্ত হয়েছে।’
ভবিষ্যতে এমন ঘটনা আবারও ঘটলে রোনালদোর বিপক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছে মার্সিসাইড পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়