বাসস
  ১৫ আগস্ট ২০২২, ১৯:১৮

আলাবার গোলে কষ্টার্জিত জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ

মাদ্রিদ, ১৫ আগস্ট ২০২২ (বাসস) : পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত কষ্টার্জিত  জয় দিয়ে  স্প্যানিশ ফুটবল লিগের এবারের মৌসুম শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। 
গতরাতে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল ২-১ গোলে হারিয়েছে আলমেরিয়াকে। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিলো রিয়াল। দ্বিতীয়ার্ধে লুকাস ভাসকুয়েজের  গোলে ম্যাচে সমতা আনে রিয়াল। পরে ডেভিড আলাবার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।  
সাত বছর পর লা লিগায় ফেরা আলমেরিয়া নিজেদের মাঠ পাওয়ার হর্স স্টেডিয়ামে রিয়ালের মুখোমুখি হয়। ম্যাচ শুরুর আগে গতবারের চ্যাম্পিয়ন রিয়ালকে ‘গার্ড অব অনার’ দেয় আলমেরিয়ার খেলোয়াড়রা।
দীর্ঘদিন পর ফেরাটা ম্যাচের শুরুতেই রাঙিয়ে তুলেছিলো আলমেরিয়া। ষষ্ঠ মিনিটেই গোল পায় আলমেরিয়া। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল পেয়ে রিয়ালের বিপদ সীমানায় ঢুকে ডান পায়ের শটে গোল করেন স্ট্রাইকার লারজি রামাজানি। এই গোলের উল্লাসে ফেটে পড়ে আলমেরিয়ার গ্যালারি। 
তবে দুই মিনিট পরই ম্যাচে সমতা আনার সুযোগ পায় রিয়াল। কিন্তু সেটি কাজে লাগেনি। ২৮ মিনিটে গোলের সুযোগ পান গত আসরের সর্বোচ্চ স্কোরার করিম বেনজামা। টনি ক্রসের ক্রসে হেডে আলমেরিয়ার জালে বল ঠেলে দিয়েছিলেন বেনজামা। কিন্তু সেটি দক্ষতার সাথে আটকে দেন আলমেরিয়ার গোলরক্ষক। শেষ পর্যন্ত প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই ম্যাচের বিরতিতে যায় আলমেরিয়া। 
ম্যাচে সমতা আনতে দ্বিতীয়ার্ধ থেকেই আক্রমনাত্মক কৌশল নেয় রিয়াল। তবে গোলের দেখা পেতে বেশ সময় পার হয়ে যায়। অবশেষে ৬১ মিনিটে গোলের দেখা পায় রিয়াল। বেনজামার পাস থেকে বল পেয়ে ছয় গজ দূর থেকে বাঁ-পায়ের শটে আলমেরিয়ার জালে বল পাঠান মিডফিল্ডার লুকাস ভাসকুয়েজ। 
১-১ সমতা আনার পর  আক্রমনের ধার বাড়িয়ে ৭৫ মিনিটে দ্বিতীয় গোল করে রিয়াল । ফেরনান্দো মার্টিনেজের   বদলি হিসেব নেমে গোল করেন ডেভিড আলবা। দুর্দান্ত ফ্রি-কিক বলতে আলমেরিয়ার জালে প্রবেশ করান আলবা। ফলে ম্যাচে ২-১ এ লিড নেয় রিয়াল। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। 
আগের দিন রায়ো ভায়োকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রিয়ালের প্রতিন্দ্বন্দি বার্সেলোনা।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়