বাসস
  ১৪ আগস্ট ২০২২, ১৩:১৮

ব্যালন ডি’অরের তালিকায় ক্রুসের অনুপস্থিতিতে বিস্মিত আনচেলত্তি

মাদ্রিদ, ১৪ আগস্ট, ২০২২ (বাসস) : ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের নাম না দেখে বিস্ময় প্রকাশ করেছেন গ্যালাকটিকো কোচ কার্লো আনচেলত্তি। 
চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদের পাঁচজন খেলোয়াড় ফুটবলের মর্যাদাকর এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তারা হলেন থিবাট কুর্তোয়া, ক্যাসেমিরো, লুকা মদ্রিচ, ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজেমা। নতুন চুক্তিভূক্ত এন্টোনিও রুডিগারের নাম সংক্ষিপ্ত তালিকায় থাকলেও ক্রুসের জায়গা হয়নি। 
এ সম্পর্কে এক সংবাদ সম্মেলনে রিয়াল বস বলেছেন, ‘আমি সত্যিই দারুন বিস্মিত হয়েছি। ক্রুস দারুন একটি মৌসুম কাটিয়েছেন। তবে এটাও ঠিক যে আমরা যদি রিয়াল মাদ্রিদের সব খেলোয়াড়কেই এই তালিকায় রাখি সেটাও ঠিক হবে না। আমি সেটা বুঝতে পারছি। কিন্তু যোগ্য খেলোয়াড়দের তাদের প্রাপ্য সম্মান অবশ্যই দিতে হবে। আমি মনে করি এই তালিকায় ফেডেরিকো ভালভার্দে, এডার মিলিটাও, ডেভিড আলাবার মত খেলোয়াড়দের নামও রাখা উচিৎ ছিল। এরা সবাই গত মৌসুমে দারুন খেলেছে। আমি ব্যালন ডি’অর জয়ের কথা বলছি না, তবে তালিকায় তাদের নাম থাকাটা উচিৎ ছিল।’
৩০ জনের শক্তিশালী এই তালিকায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের নাম দেখে আনচেলত্তি বিশেষভাবে সন্তুষ্ট হয়েছেন। এ সম্পর্কে আনচেলত্তি বলেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জয়সূচক গোলটি সে করেছে। অসাধারণ একটি মৌসুম কাটানো ভিনিসিয়াস এখন আমার দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ব্যালন ডি’অর পুরস্কারের জন্য চতুর্থ কিংবা দ্বিতীয় হলেও তার কিছু যায় আসে না। একজন খেলোয়াড়ের জন্য দলীয় জয়টাই মূখ্য। ভবিষ্যতে তার আরো ভাল করার সুযোগ আছে। ইতোমধ্যেই সে আমাদের জন্য এই পুরস্কার জয় করে ফেলেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়