ম্যানচেস্টার (যুক্তরাজ্য), ১১ আগস্ট ২০২২ (বাসস/এএফপি) : বার্নার্ডো সিলভা বলেছেন যে তিনি কোথায় নিজের ভবিষ্যৎ গড়তে চান তা ম্যানচেস্টার সিটিকে খোলাসা করেই জানিয়েছেন। গণমাধ্যমের ভাষ্যমতে মোটা অংকে লা লিগা জায়ান্ট বার্সেলোনায় যোগ দিতে পারেন এই পর্তুগাল তারকা।
বিগত পাঁচ মৌসুমের মধ্যে চারাবার প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে ম্যানচেস্টার সিটির হয়ে গুরুত্বপুর্ন ভুমিকা রেখেছেন সিলভা। গত শুক্রবার সিটি বস পেপ গার্দিওলা বলেছেন, তিনি সিলভার পথ আটকাবেন না। ইচ্ছা করলে ম্যানচেস্টার সিটি ছেড়ে যেতে পারেন তিনি।
বার্সেলোনার ক্যাম্প ন্যুতে সিলভাকে নিতে হলে ইংলিশ চ্যাম্পিয়নদের কাছে মোটা অংকের অর্থ পরিশোধ করতে হবে বলে জানা গেছে। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সিলভার জন্য ৮০ মিলিয়ন পাউন্ডের বেশী অর্থ দাবী করবে ম্যানসিটি।
ইএসপিএনকে সিলভা বলেন, ‘ক্লাবের সঙ্গে আমার একটি ভালো ও সৎ সম্পর্ক রয়েছে। আমি তাদের কাছে কিছুই গোপন রাখিনি এবং তারা আমার চাহিদা সম্পর্কে অবগত আছে। এখানে থেকে যেতে পারলে আমি খুশি হব। কারণ এই ক্লাবটির প্রতি আমার সম্মানবোধ রয়েছে। এখানে আমি নিজের সর্বোচ্চটা দিতে রাজি। যদি তা না হয় তাহলে দেখা যাবে কি ঘটে। কারণ এটি ফুটবল। এখানে যে কোন কিছুই ঘটতে পারে।’
সিলভা আরো বলেন, ‘এটি একটি বড় ক্লাব এবং যারা এখানে সন্তুষ্ঠ নয় তাদেরকে রাখতে রাজি নয়। এটি ঠিক যে এরা ব্যবসা করেন। খেলোয়াড় ছেড়ে দেয়ার বিনিময়ে উপযুক্ত অর্থ আয় করতে চায়। তবে ক্লাবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অন্য জিনিস এবং সেটি খুবই সম্মানজনক।’
ইতোমধ্যে গ্রীষ্মকালীন দল বদলের সময় খেলোয়াড় সংগ্রহ বাবদ প্রায় ১৫০ মিলিয়ন ইউরো ব্যয় করে ফেলেছে বার্সেলোনা। এ সময় তারা দলে ভিড়িয়েছে রবার্ট লিওয়ানোদস্কি, রাফিনহা এবং জুলেস কুন্ডেকে। এছাড়া বিনা এজেন্টে দলে নিয়েছে আন্দ্রেস ক্রিস্টেনসেন ও ফ্রাঙ্ক কেসিকে। ওই পাঁচ খেলোয়াড়ের সবাইকে লা লিগা মৌসুম শুরুর আগেই রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে কাতালানরা।