বাসস
  ০২ জুলাই ২০২২, ২১:১২
আপডেট  : ০৩ জুলাই ২০২২, ১৪:৫৩

নায়কোচিত পারফর্মেন্সে প্রশংসিত ঋষভ পন্থ

লন্ডন, ২ জুলাই, ২০২২ (বাসস): ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের প্রথম দিন দানবীয় এক ইনিংস খেলে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থ। এজবাস্টনে টেস্টের প্রথম দিন মাত্র ১১১ বলে  ১৪৬ রানের দানীয় এক ইনিংস খেলে  সফরকারী দলকে একটি ভালো অবস্থানে পৌঁছে দিয়েছেন তিনি।
মাত্র ৯৮ রানে ৫ উইকেটে হারিয়ে হুমকির মুখে পড়া ভারতীয় দলের হয়ে ৬ষ্ঠ উইকেট জুটিতে ৮০ রানে অপরাজিত থাকা রবিন্দ্র জাদেজার সঙ্গে ২২২ রানের দুর্দান্ত একটি পার্টনারশীপ গড়ে তুলেন তিনি। যার সুবাদে ৩০০ রান  অতিক্রম করতে সক্ষম হয় ভারতীয় দল।
দীর্ঘ ভার্সনের ক্রিকেটে এটি ছিল  পন্থের ৫ম সেঞ্চুরি। এর মাধ্যমে টপকে গেছেন সাবেক অধিনায়ক এমএস ধোনিকে।  ২০০৫ সালে ধোনি ৯৩ রানে সেঞ্চুরি পুর্ন করেছিলেন। পক্ষান্তরে চার বল কম খেলে সেঞ্চুরি পূর্ণ করেন  পন্থ। শুধু তাই নয় , বাঁহাতি ওই ব্যাটসম্যান সবচেয়ে কম বয়সি ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার সেঞ্চুরিও পুর্ন করেছেন। ২৪ বছর বয়সে এই মাইলফলক স্পর্শ করেছেন  পন্থ। এমন নির্ভীক ব্যাটিং করে তরুণ এই  ব্যাটা  প্রশংসা কুৃড়িয়েছেন  ভারতীয় ক্রিকেটারদের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়