বাসস
  ০২ জুলাই ২০২২, ১৯:২৫

অলিম্পিক সলিডারিটি আরচারি কোচেস কোর্সের উদ্বোধন

ঢাকা, ২ জুলাই, ২০২২ (বাসস): সাত দিন ব্যাপী অলিম্পিক সলিডারিটি আরচারি কোচেস লেভেল-১ কোর্স আজ শুরু হয়েছে। টঙ্গিস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আরচারি প্রশিক্ষণ কে›ন্দ্রে সকালে কোর্সের উদ্ধোধন করেন ফেডারেশনের সহ-সভাপতি মো: মাহফুজুর রহমান সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন কোর্স কন্ডাক্টর এবং ওয়ার্ল্ড আরচারি ফেডারেশনের ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন ডাইরেক্টর পাসকেল কলমেয়ার, ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রশিদুজ্জামান সেরনিয়াবাত, সহকারী সাধারণ সম্পাদক  মো: কামরুল ইসলাম কিরন, ‘কোচেস এন্ড জাজেস উন্নয়ন কমিটি’- এর আহ্বায়ক শামীমা সাত্তার মিমু ও সদস্য-সচিব মো: রফিক, নির্বাহী সদস্য ডা: মো: এহছানুল করিম, মো: হুমায়ুন কবির রুবেল, রফিকুল ইসলাম টিপু এবং জাতীয় দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অর্থায়নে (অলিম্পিক সলিডারিটির আওতায়) ওয়ার্ল্ড আরচারি ফেডারেশনের সহায়তায় এবং বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায়  আয়োজিত এ কোর্স শেষ হবে আগামী ৮ জুলাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়