বাসস
  ০৭ মার্চ ২০২২, ১৯:১৭

ওয়ার্নকে সর্বকালের সেরা স্পিনার মানতে রাজি নন গাভাস্কার

নয়া দিল্লি, ৭ মার্চ ২০২২ (বাসস) : সদ্য প্রয়াত অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে বিশ^ ক্রিকেটে সর্বকালের সেরা স্পিনার নন বলে মন্তব্য  করেছেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটার সুনীল গাভাস্কার।
তিনি বলেন ওয়ার্ন সর্বকালের সেরা স্পিনার নন। নিশ্চিত ভাবেই  ভারতীয়  স্পিনার  ও শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন ভালো। 
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপের একটি ভিলাতে মারা যাওয়া ওয়ার্নের মৃত্যুতে শোক জানিয়েছেন গাভাস্কার।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক লাইভে গাভাস্কার বলেন, ‘ওয়ার্নের মৃত্যু আমাদের জন্য বিরাট এক ক্ষতি। তিনি লেগ স্পিনের  এমন কৌশল এমনভাবে রপ্ত করেছিলেন, যেটি আর কেউই করতে পারেনি।’
ওয়ার্নকে সর্বকালের সেরা স্পিনার কিনা জানতে চাইলে তাতে সায় দেননি নন গাভাস্কার। তিনি বলেন, ‘ক্রিকেটের সর্বকালের সেরা স্পিনার হিসেবে ওয়ার্নকে মানতে আমি রাজি নই। তার চেয়ে নিশ্চিতভাবেই ভারতীয়  স্পিনার ও মুরালিধরনের রেকর্ড অনেক ভালো।’
কেন ওয়ার্ন সর্বকালের সেরা নন, সেই ব্যাখাও দিয়েছেন গাভাস্কার। তিনি বলেন, ‘ভারতের মাটিতে ওয়ার্নের রেকর্ড দেখুন। খুবই সাধারণ মানের মনে হবে। ভারতে ভালো করতে পারেনি ওয়ার্ন। ভারতীয় ব্যাটাররা স্পিনারদের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলে। আমি তাকে সর্বকালের সেরা লেগ স্পিনার বলতে চাই না। ভারতের মাটিতে মুরালিধরনের রেকর্ড অনেক ভালো। আমি ওয়ার্নের চেয়ে মুরালিকেই এগিয়ে রাখবো।’
গাভাস্কারের এমন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী মুরালিধরন।  ১৩৩ ম্যাচে ৮০০ উইকেট নিয়েছেন। আর ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট শিকার করেছেন ওয়ার্ন। আর ভারতের মাটিতে ১১ টেস্টে মুরালির শিকার ৪০টি এবং ওয়ার্নের শিকার ৯ ম্যাচে ৩৪টি।