বাসস
  ২২ জানুয়ারি ২০২২, ১৪:১২

সূচি নিয়ে ক্ষুব্ধ আনচেলত্তি

মাদ্রিদ, ২২ জানুয়ারি ২০২২ (বাসস) : বৃহস্পতিবার এলচেকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে পরাজিত করে কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। গত আটদিনে এনিয়ে তৃতীয় নক আউট ম্যাচ খেলে পুরো মাদ্রিদ শিবির অনেকটাই পরিশ্রান্ত হয়ে পড়েছে। আর এ কারনেই পুরো ফুটবল সূচি নিয়ে দারুন ক্ষুব্ধ হয়েছে মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। 
এর আগে গত রোববার এ্যাথলেটিক বিলবাওকে ফাইনালে পরাজিত করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে গ্যালাকটিকোরা। ঘরোয়া এই টুর্নামেন্ট খেলতে রিয়ালসহ আরো তিন দলকে সৌদি আরব সফরে যেতে হয়েছে। এ সম্পর্কে আনচেলত্তি বলেন, ‘এ সম্পর্কে আমি আর কি বলবো। পুরো ফুটবল সূচিটাই আমার কাছে অর্থহীন। কোনভাবেই এই সূচি মেনে নেয়া যায়না। আশা করবো যারাই এটা তৈরী করেছে তারা অচিরেই জেগে উঠবে এবং সব দলের জন্য যেভাবে ভাল হয় ভবিষ্যতে সেটা তারা মাথায় রাখবে।’
গত আট দিনে এনিয়ে দ্বিতীয় নক আউট ম্যাচে রিয়াল মাদ্রিদকে অতিরিক্ত সময়ে খেলতে হয়েছে। এর আগে সুপার কাপের সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছিল আনচেলত্তি শিষ্যরা। এলচের বিপক্ষে সে কারনেই পরিশ্রান্ত দলটি থেকে বেশ কয়েকজন সিনিয়র সদস্যকে বিশ্রামে রেখেছিলেন। কাল ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘এলচের বিপক্ষে আমরা যেভাবে জয়ী হয়েছি তাতে পুরো দলকে কৃতিত্ব দিতে হয়। আমি দারুন খুশী। আমি মনে করি এবারের মৌসুমে এই ম্যাচটি জিতে আমি সবচেয়ে বেশী খুশী হয়েছি। কারন আমার দল অন্যরকম এক শক্তির প্রমান দিয়েছেন। কঠিন মুহূর্তে নিজেদের যেভাবে তারা এগিয়ে নিয়ে গেছে তাতে প্রশংসা না করে উপায় নেই।’ 
বদলী বেঞ্চ থেকে উঠে এসে অতিরিক্ত সময়ে ইসকো ও এডেন হ্যাজার্ডের গোলে রিয়ালের জয় নিশ্চিত হয়। এ সম্পর্কে আনচেলত্তি বলেছেন, ‘আমি তাদের জন্য সত্যিই দারুন খুশী। ইসকো ও হ্যাজার্ড যে সময় মাঠে নেমেছিল তাতে তাদের হাতে গোলের বেশী সময় ছিলনা। আজ দলে দুজনেরই প্রয়োজন ছিল। আমি জানতাম ম্যাচটা হয়তবা দীর্ঘ হবে। সে কারনেই ওদের হাতে রেখেছিলাম। আমার হাতে এমন কিছু খেলোয়াড় আছে যারা দলের জন্য সবকিছু দিকে প্রস্তুত। কখনই তারা আমার আস্থা হারায়নি।’
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়