বাসস
  ২১ জানুয়ারি ২০২২, ১৬:২৭

মন্ডল-মেহরবের বোলিংয়ে প্রথম জয় বাংলাদেশ যুবাদের

ঢাকা, ২১ জানুয়ারি ২০২২ (বাসস) : পেসার রিপন মন্ডল ও স্পিনার মেহরব হাসানের বোলিং নৈপুন্যে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ^কাপে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশের যুবারা।
গতরাতে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে হারিয়েছে কানাডাকে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 
সেন্ট কিটসে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় কানাডা। বাংলাদেশ বোলারদের তোপে শুরুটা ভালো করতে পারেনি কানাডা। পরের দিকের ব্যাটাররাও বড় ইনিংস খেলতে পারেননি। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৪ দশমিক ৩ ওভারে ১৩৬ রানে অলআউট হয় কানাডা। দলের পক্ষে সর্বোচ্চ ১১৭ বলে ৬৩ রান করেন ওপেনার অনুপ চিমা ।  
বাংলাদেশের মন্ডল ২৪ রানে ও মেহরব ৩৮ রানে ৪টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন আরেক পেসার আশিকুর জামান। 
১৩৭ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১২ রান করে ফিরেন মাহফিজুল ইসলাম। এরপর দ্বিতীয় উইকেটে ৭৬ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান আরেক ওপেনার ইফতেখার হোসেন ও প্রান্তিক নওরোজ নাবিল। জুটিতে ৩৩ রান অবদান রেখে ফিরেন নাবিল। 
নাবিলের বিদায়ের সময় জয় থেকে  ৩৫ রান দূরে ছিল বাংলাদেশ। বাকী কাজটুকু সাড়েন ইফতেখার ও আইচ মোল্লা। ১১৯ বল বাকী রেখে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তারা। ৮৯ বলে ৭টি বাউন্ডারিতে ৬১ রানে অপরাজিত থাকেন ইফতেখার। ১টি ছক্কায় ২৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন মোল্লা। 
আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়