শিরোনাম
ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামীকাল হতে গাজীপুরের টঙ্গিস্থ আরচ্যারী ট্রেনিং একাডেমিতে ‘তীর ৭ম জাতীয় যুব আরচ্যারী চ্যাম্পিয়নশীপ-২০২৫’ শুরু হবে।
চারদিন ব্যপী এবারের আসরে দেশের বিভিন্ন জেলা, ক্লাব, প্রতিষ্ঠান ও সার্ভিসেস সংস্থার ১৪টি দল থেকে ৭১ জন পুরুষ ও ৭২ জন মহিলাসহ মোট ১৪৩ জন আরচ্যার ৩টি বয়স ক্যাটাগরিতে অংশগ্রহণ করবেন।
ক্যাটাগরি গুলো হলো :
অনূর্ধ্ব-২১ রিকার্ভ (পুরুষ ২১জন, মহিলা ২১জন), কম্পাউন্ড (পুরুষ ৬জন, মহিলা ৬জন),
অনূর্ধ্ব-১৮ রিকার্ভ (পুরুষ ১৫জন, মহিলা ১৪জন), কম্পাউন্ড (পুরুষ ৬জন, মহিলা ৯জন),
অনূর্ধ্ব-১৫ রিকার্ভ (পুরুষ ২৩জন, মহিলা ২২জন)
চ্যাম্পিয়নশীপে ৩টি ক্যাটাগরিতে মোট ২১ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অর্থ্যাৎ ২১টি স্বর্ণ, ২১টি রৌপ্য ও ২১টি ব্রোঞ্জ মেডেলের খেলা অনুষ্ঠিত হবে।
আগমীকাল বুধবার সকাল ১০ টায় আসরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শনিবার বিকাল ৩ টায় সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি ড. মো: মোখলেস উর রহমান। অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী।