বাসস
  ২৭ মে ২০২৫, ১৬:২৮

মুম্বাইকে এলিমিনেটরে ঠেলে প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিত করল পাঞ্জাব

ঢাকা, ২৭ মে ২০২৫ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) লিগ পর্বে নিজেদের ১৪তম ও শেষ ম্যাচে মুম্বাইকে ৭ উইকেটে হারিয়ে প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিত করেছে পাঞ্জাব কিংস। এই হারে কোয়ালিফাইয়ারে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় এবার এলিমিনেটর ম্যাচ খেলতে হবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইকে।

লিগ পর্ব শেষে ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিত করা পাঞ্জাব। 

সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে মুম্বাই। 

গতরাতে জয়পুরে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদবের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান করে মুম্বাই। ৬টি চার ও ২টি ছক্কায় ৩৯ বলে ৫৭ রান করেন সূর্য। 

শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙ্গে আইপিএলের এক আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন সূর্যকুমার। ২০১০ সালে ১৫ ইনিংসে ৬১৮ রান করেছিলেন টেন্ডুলকার। চলতি আসরে ১৪ ইনিংসে এখন পর্যন্ত ৬৪০ রান করেছেন সূর্য। 

এমনকি মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলের দুই আসরে দু’বার ৬শ রানের নজির গড়েছেন সূর্যকুমার। ২০২৩ সালে ১৬ ইনিংসে ৬০৫ রান করেছিলেন তিনি। 

সূর্যকুমারের পর মুম্বাই ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বল হাতে পাঞ্জাব কিংসের অর্শদীপ সিং-মার্কো জানসেন ও বিজয় কুমার ২টি করে উইকেট নেন। 

জবাবে প্রিয়ান্স আরিয়া এবং জশ ইংলিসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ৯ বল বাকী থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে পাঞ্জাব। ৩৪ রানে প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেটে ৫৯ বলে ১০৯ রানের জুটি গড়েন ওপেনার প্রিয়ান্স এবং ইংলিস। 

৯টি চার ও ২টি ছক্কায় ৩৫ বলে ৬২ রান করেন প্রিয়ান্স। ৯টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে ইংলিস করেন ৪২ বলে ৭৩ রান। 

অধিনায়ক শ্রেয়াস আইয়ার ১৬ বলে ২৬ এবং নেহাল ওয়াধেরা ২ রানে অপরাজিত ছিলেন। ম্যাচ সেরা হয়েছেন ইংলিস।