শিরোনাম
ঢাকা, ২৬ মে ২০২৫ (বাসস) : ২০২৫-২৬ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমের ড্রয়ে বার্সেলোনা আবারো পট-১’এ থাকছে। এদিকে টানা দ্বিতীয়বারের মত সিরি-এ লিগের শেষ দিনে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রোমা ছিটকে পড়েছে।
গত মৌসুমেও শেষ মুহূর্তে আটালান্টার কাছে পয়েন্ট হারিয়ে সিরি-এ লিগের শীর্ষ চার থেকে ছিটকে যায় রোমা। এবার শেষ দিন টেবিলের চতুর্থ স্থান নিশ্চিত করেছে জুভেন্টাস। আর এ কারনে আবারো রোমাকে ইউরোপা লিগেই খেলতে হচ্ছে।
চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন এবং গত পাঁচ মৌসুমে ইউরোপ জুড়ে সেরা পারফরমেন্স করা আটটি ক্লাব পট-১’এ জায়গা পাবে। রোমার র্যাঙ্কিং নবম, আর বার্সেলোনা ১০ম। যেহেতু রোমা ছিটকে পড়েছে সে কারনে বার্সেলোনা পট-১’এ জায়গা করে নিয়েছে।
রোববার প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ ম্যাচে ফুলহ্যামকে ২-০ গোলে পরাজিত করে টেবিলের তৃতীয় ক্লাব হিসেবে পট-১’এ জায়গা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।
বুধবার উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে রিয়াল বেটিসের মুখোমুখি হবে চেলসি। লিগের শেষ দিন নটিংহ্যাম ফরেস্টকে ১-০ গোলে হারিয়ে চেলসিও পট-১’এ জায়গা করে নিয়েছে।
তবে প্রতিটি দল চারটি পট থেকে দুটি ক্লাবের বিরুদ্ধে আটটি ম্যাচ খেলার জন্য ড্র করার পর দলগুলো সিডিংস সীমিত হয়ে পড়েছে। পট ১-এর দলগুলিকে একে অপরের সাথে খেলতে বাধা দেওয়া হয়নি।
নতুন পদ্ধতিতে এতগুলো পথ তৈরী হয়েছে, যে কারনে ড্রয়ের বেশীরভাগ অংশই কম্পিউটারের সহযোগিতায় সম্পন্ন করতে হচ্ছে। পট-১ থেকে সনাতনী পদ্ধতিতে একটি করে দলের নাম তোলা হবে, এরপর এই দলের বিপক্ষে প্রতিপক্ষ নির্বাচনের প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।
দুই গ্রুপের শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলতে খেলবে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের নকআউট প্লেঅফ রাউন্ডে অংশ নিবে। আর ২৫তম থেকে ৩৬তম স্থানে থাকা দলগুলো বিদায় নিবে। এখান থেকে ইউরোপা লিগে অবনমনের কোন সুযোগ নেই।
আগামী ২৮ আগস্ট নতুন মৌসুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে।
ইউরোপীয়ান শীর্ষ লিগগুলো শেষ হবার পর দলগুলোর অবস্থান :
পট-১ : রিয়ার মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, পিএসজি, ইন্টারন্যাজিওনেল, চেলসি, বরুসিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা।
পট-২ : আর্সেনাল, বায়ার লেভারকুসেন, এ্যাথলেটিকো মাদ্রিদ, বেনফিকা, আটালান্টা, ভিয়ালিরাল, জুভেন্টাস, এইনট্র্যাখ ফ্র্যাঙ্কফুর্ট, ক্লাব ব্রাগ, রেঞ্জার্স, শাখতার দোনেস্ক।
বাছাইপর্ব থেকে কোন ক্লাবগুলো উঠে আসবে তার উপর নির্ভর করবে পট-৩ ও পট-৪’এ কোন দলগুলো থাকবে। লিগ পর্বে বেনফিকা কিংবা ক্লাব ব্রাগের কোন একটি ক্লাব যদি ছিটকে যায় তবে টটেনহ্যাম হটস্পার পট-২ এ উঠে আসবে। পট-৩ থেকে পট-২’এ উঠে আসার সুযোগ রয়েছে শুধুমাত্র পিএসভি এইনডোভেনের।
আয়াক্স, নাপোলি, স্পোর্টিং সিপি, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ ও মার্সেই নিশ্চিতভাবেই পট-৩’এ পড়ছে।
অন্যদিকে পট-৪’র সম্ভাব্য দলগুলো হলো সেল্টিক, এএস মোনাকো, এ্যাথলেটিক ক্লাব ও নিউক্যাসেল ইউনাইটেড।