বাসস
  ২৫ মে ২০২৫, ২০:০০

অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঢাকা মেট্রো

ঢাকা, ২৫ মে ২০২৫ (বাসস) : বাঁধন শিকদারের দুর্দান্ত ব্যাটিংয়ে অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে ঢাকা মেট্রো।

আজ রংপুর ক্রিকেট গার্ডেনে ঢাকা মেট্রো ও চট্টগ্রামের মধ্যকার তিনদিনের ম্যাচটি ড্র হয়। কিন্তু প্রথম ইনিংসের লিড থাকায় শিরোপা জিতে নেয় ঢাকা মেট্রো।

প্রথম ইনিংসে দলকে লিড এনে দেওয়ার পেছনে বড় ভূমিকা রাখেন বাঁধন। প্রথমে ব্যাট করতে নেমে নিজেদের ইনিংসে ১১৯ রানে অলআউট হয় ঢাকা মেট্রো। ব্যাট হাতে ৪৯ রান করেন বাঁধন।

এরপর ঢাকার বোলারদের তোপে ১০৭ রানে অলআউট হয় চট্টগ্রাম। ঢাকার ইয়াসিন মজুমদার ৩৫ রানে ৪ এবং জুবায়েল হোসেন ১৪ রানে ৩ উইকেট নেন।

প্রথম ইনিংসে ১২ রানের লিড পায় ঢাকা মেট্রো।

দ্বিতীয় ইনিংসে ২০৩ রানে অলআউট হয় ঢাকা। এই ইনিংসে সর্বোচ্চ ৭৪ রান করেন বাঁধন।

তৃতীয় ও শেষ দিন ঢাকার ইনিংস শেষ হবার পর ম্যাচের চতুর্থ ইনিংসে লক্ষ্য তাড়া করার সুযোগ পায়নি চট্টগ্রাম।