বাসস
  ২৫ মে ২০২৫, ১৬:৩৫

নতুন ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগ দিল পিসিবি

ঢাকা, ২৫ মে ২০২৫ (বাসস) : পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ হিসেবে হানিফ মালিক এবং নতুন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি নফকে।

সম্প্রতি নতুন প্রধান কোচ মাইক হেসনকে নিয়োগ দেবার কিছুদিনের মধ্যে ব্যাটিং ও বোলিং কোন নিয়োগ দিল পিসিবি। এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম।

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে তরুণ ব্যাটারদের সাথে কাজ করে আসছেন ৪৪ বছর বয়সী হানিফ। সম্প্রতি পাকিস্তান ব্যাটারদের ধারাবাহিকতার অভাব বেশি ফুটে উঠেছে। দলের ব্যাটারদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এবং শট নির্বাচনের উন্নতি করাই মূল লক্ষ্য হবে উইকেটরক্ষক-ব্যাটার হানিফের। দেশের জার্সিতে কখনওই খেলার সুযোগ হয়নি তার। ২০১০ সালে সর্বশেষ ঘরোয়া ক্রিকেটে খেলেছেন হানিফ। 

ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিজ্ঞতাসম্পন্ন কোচ নফকে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের সাথে কাজ করেছেন তিনি। বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের কোচিং স্টাফও ছিলেন নফকে। 

অস্ট্রেলিয়ার হয়ে ২টি টি-টোয়েন্টি ও ১টি ওয়ানডে খেলেছেন নফকে। ওয়ানডেতে ১ এবং টি-টোয়েন্টিতে ৪ উইকেট শিকার করেছেন তিনি। 

কোচিং স্টাফে পরিবর্তনের কারণে সহকারী কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে আজহার মাহমুদকে। সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে দল সাজানোর পরিকল্পনা রয়েছে পাকিস্তানের।