শিরোনাম
ঢাকা, ২৪ মে ২০২৫ (বাসস) : চারদিনের ম্যাচের তৃতীয় দিনই জিম্বাবুয়েকে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ও ৪৫ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৬৫ রান করে ইংল্যান্ড। জবাবে ২৬৫ রানে গুটিয়ে ফলো-অনে পড়ে জিম্বাবুয়ে।
এরপর দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
নটিংহ্যামে চারদিনের টেস্টের প্রথম ইনিংসে ৩০০ রানে পিছিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৩০ রান করে জিম্বাবুয়ে।
ইনিংস হার এড়াতে আরও ২৭০ রান দরকার ছিল সফরকারীদের।
আজ তৃতীয় দিন ব্যাট করতে নেমে তৃতীয় উইকেটে ১২২ রানের জুটি গড়েন গতকালের দুই অপরাজিত
ব্যাটার বেন কারান ও সিন উইলিয়ামস। ৮৮ রান করা উইলিয়ামসকে আউট করে দলকে দিনের প্রথম সাফল্য এনে দেন স্পিনার শোয়েব বশির।
৮২ বল খেলে ১৬টি চার মারেন উইলিয়ামস। ৩৭ রান করে বশিরের দ্বিতীয় শিকার হন কারান।
এরপর পঞ্চম উইকেটে ওয়েসলি মাধভেরেকে নিয়ে ৬৫ রানের জুটিতে দলের রান ২শ পার করেন সিকান্দার রাজা। ৩১ রান করা মাধভেরেকে থামিয়ে জুটি ভাঙ্গেন ইংল্যান্ড পেসার অধিনায়ক বেন স্টোকস।
মাধভেরে ফেরার পর হাফ-সেঞ্চুরির স্বাদ পান রাজা। দলীয় ২৪১ রানে রাজাকে ফেরান বশির। ১০টি চারে ৬০ রান করেন রাজা। শেষ পর্যন্ত ২৫৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ইংল্যান্ডের বশির ৮১ রানে ৬ উইকেট নেন। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচে ৯ উইকেট শিকার করে সেরা খেলোয়াড় হন বশির।