শিরোনাম
ঢাকা, ২৩ মে ২০২৫ (বাসস) : আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্ব ও প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের ফুটবল দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
অ্যান্ডোরা এবং সেনেগালের বিপক্ষে ম্যাচের জন্য ইংল্যান্ড দলে ফিরেছেন স্ট্রাইকার ইভান টনি। সৌদি আরবের ক্লাব আল-আহলির হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন তিনি।
ইংল্যান্ডের জার্সি গায়ে সর্বশেষ ইউরো ২০২৪ ফাইনালে খেলেছিলেন ২৯ বছর বয়সী টনি। সৌদি লিগে এই মৌসুমে ৪২ ম্যাচে ২৮ গোল করেন তিনি।
এদিকে, কাঁধে চোট থাকা সত্ত্বেও দলে রাখা হয়েছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে। ক্লাব বিশ্বকাপের পর অস্ত্রোপচারে যাবেন তিনি।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন চেলসির ২৫ বছর বয়সী ডিফেন্ডার ট্রেভো চালোবাহ।
আগামী ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী চেলসি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে মোট আট জন খেলোয়াড়কে দলে রাখা হয়েছে। এরমধ্যে অধিনায়ক বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন, চেলসির কোল পামার এবং অ্যাথলেটিকো মাদ্রিদের কনর গ্যালাঘার দলে আছেন।
আগামী ৭ জুন বিশ্বকাপ বাছাই পর্বে অ্যান্ডোরার বিপক্ষে এবং ১০ জুন সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড।
ইংল্যান্ড দল :
গোলরক্ষক :
জর্ডান পিকফোর্ড (এভারটন), ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জেমস ট্রাফোর্ড (বার্নলি)
ডিফেন্ডার :
ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল), ড্যান বার্ন (নিউক্যাসল), ট্রেভো চালোবা (চেলসি), লেভি কোলউইল (চেলসি), রিস জেমস (চেলসি), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), মাইলস লুইস-স্কেলি (আর্সেনাল), কাইল ওয়াকার (এসি মিলান)
মিডফিল্ডার:
জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), রিচি এজে (ক্রিস্টাল প্যালেস), কনর গ্যালাঘার (অ্যাতলেতিকো মাদ্রিদ), মরগান গিবস-হোয়াইট (নটিংহ্যাম ফরেস্ট), জর্ডান হেন্ডারসন (আয়াক্স), কার্টিস জোন্স (লিভারপুল), কোল পামার (চেলসি), ডেক্লান রাইস (আর্সেনাল), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল)
ফরোয়ার্ড:
হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), ননি মাদুয়েকে (চেলসি), বুকায়ো সাকা (আর্সেনাল), ইভান টনি (আল-আহলি), অলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা)