বাসস
  ২৩ মে ২০২৫, ২০:১১
আপডেট : ২৩ মে ২০২৫, ২০:২০

খালেদ তোপের পর লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড

খালেদ আহমেদ -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ মে ২০২৫ (বাসস) : বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল চারদিনের টেস্টের তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ৮০ রানে পিছিয়ে সফরকারী নিউজিল্যান্ড ‘এ’ দল। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৫৭ রানের জবাবে দিন শেষে ৪ উইকেটে ২৭৭ রান করেছে নিউজিল্যান্ড। 

বৃষ্টির কারণে তৃতীয় দিন খেলা হয়েছে ৬২ ওভার। আগেভাগেই শেষ হয়েছে দিনের খেলা। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ১ উইকেটে ১০৪ রান করেছিল নিউজিল্যান্ড। দিনের ১৩তম ওভারে নিউজিল্যান্ড শিবিরে আঘাত হানেন স্পিনার সাইফ হাসান। ৪৮ রান নিয়ে খেলতে নামা নিউজিল্যান্ড অধিনায়ক জো কার্টারকে ৬২ রানে বোল্ড করেন সাইফ। 

৪১ রান নিয়ে দিন শুরু করে হাফ-সেঞ্চুরি তুলে নেন কার্টিস হেফি । ৬৪ তম ওভারে পরপর দুই বলে উইকেট তুলে নেন বাংলাদেশ পেসার খালেদ আহমেদ। হেফিকে ৭১ রানে ও ডেল ফিলিপসকে খালি হাতে বিদায় দেন তিনি। দলীয় ১৭৬ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড। 

জোড়া ধাক্কার পর বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন নিক কেলি ও ম্যাথু বয়লি। দু’জনে ১০১ রানের জুটি গড়েন। এরপর বৃষ্টিতে দিনের খেলার ইতি ঘটে। 

কেলি ৫টি চার ও ৬টি ছক্কায় ৮৩ এবং বয়লি ৫টি চার ও ১টি ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন। 

বাংলাদেশের খালেদ ৭৮ রানে ৩ উইকেট নেন।