বাসস
  ২২ মে ২০২৫, ১৮:৪০

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কাল শুরু

পিরোজপুর, ২২ মে ২০২৫ (বাসস) : পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫  আগামীকাল থেকে জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে। 

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে জেলা স্টেডিয়ামের হলরুমে টুর্নামেন্ট উপলক্ষে আজ দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি রেজাউল করিম মিঠুল।

আগামীকাল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পিরোজপুর পৌর দল বনাম নেছারাবাদ উপজেলা। 

এবারের আসরে মোট ৮টি দল অংশ নিচ্ছে।