বাসস
  ১৭ মে ২০২৫, ২১:০৬
আপডেট : ১৭ মে ২০২৫, ২৩:১১

পারভেজের সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৯১ রান

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান করেছে বাংলাদেশ -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ মে ২০২৫ (বাসস) : ওপেনার পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান করেছে বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসে ৫৪ বলে ১০০ রান করেন পারভেজ। 

আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। সতীর্থরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে ৫৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ক্যারিয়ারের অষ্টম টি-টোয়েন্টি খেলতে নামা পারভেজ। 

তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন পারভেজ। ৫টি চার ও ৯টি ছক্কায় ৫৪ বলে ১০০ রান করেন তিনি। 

এছাড়াও বাংলাদেশ ইনিংসে তাওহিদ হৃদয় ২০, জাকের আলি ১৩, অধিনায়ক লিটন দাস ১১ ও তানজিদ হাসান ১০ রান করেন। 

সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ জাওয়াদুল্লাহ ২১ রানে ৪ উইকেট নেন।