বাসস
  ১৭ মে ২০২৫, ১৮:৫১
আপডেট : ১৭ মে ২০২৫, ১৮:৫৮

বোর্নমাউথ থেকে ৫০ মিলিয়ন পাউন্ডে হুইজসেনকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ

ডিন হুইজসেন -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ মে ২০২৫ (বাসস) : বোর্নমাউথ থেকে ৫০ মিলিয়ন পাউন্ডে স্প্যানিশ ডিফেন্ডার ডিন হুইজসেনকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। 

২০ বছর বয়সী এই সেন্টার-ব্যাক ২০২৪ সালে জুভেন্টাস থেকে ১২.৮ মিলিয়ন পাউন্ডে বোর্নমাউথে যোগ দেবার পর প্রথম মৌসুমেই নিজেকে দারুণভাবে প্রমান করেছেন। 

লস ব্ল্যাঙ্কোসরা এক বিবৃবিতে জানিয়েছে, ‘ডিন হুইজসেনের দলবদলের বিষয়ে রিয়াল মাদ্রিদ ও বোর্নমাউথ উভয় ক্লাবই সমঝোতায় পৌঁছেছে। আগামী পাঁচ বছরের জন্য হুইজসেন রিয়ালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন। হুইজসেনের চুক্তির কার্যকারীতা ২০২৫ সালের ১ জুন থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত থাকবে।’

বোর্নমাউথ নিশ্চিত করেছেন হুইজসেনের জন্য ৫০ মিলিয়ন পাউন্ডের রিলিজ ক্লজ কার্যকর করা হয়েছে। এই চুক্তিতে হুইজসেনের সাবেক দুই ক্লাব জুভেন্টাস ও মালাগাও উপকৃত হবে।  

স্প্যানিশ এই তরুণ ডিফেন্ডারকে দলে নিতে প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাবই আগ্রহ দেখিয়েছিল। মাদ্রিদ সে কারনে দ্রুত তার সাথে চুক্তি সম্পন্ন করেছে। 

এবারের গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আসন্ন ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে হুইজসেনকে দেখা যাবে। আগামী ১৮ জুন মিয়ামিতে আল-হিলালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করবে মাদ্রিদ। 

নেদারল্যান্ডসে জন্ম নেয়া হুইজসেন মাত্র পাঁচ বছর বয়সে পরিবারসহ স্পেনে পাড়ি জমান। সেখানে মালাগার ইয়ুথ একাডেমির হয়ে তার ফুটবল খেলার যাত্রা শুরু হয়। 

স্পেনের জার্সি গায়ে নেদারল্যান্ডসের বিপক্ষে তার জাতীয় দলের অভিষেক হয়। মার্চে নেশন্স লিগের ফাইনাল ফোরের ম্যাচে ডাচরা পরাজিত হয়েছিল। 

এবারের মৌসুমে রক্ষনভাগ নিয়ে বেশ সমস্যায় রয়েছে মাদ্রিদ। রক্ষনভাগের দূর্বলতার কারনে এ পর্যন্ত রিয়াল সব ধরনের প্রতিযোগিতায় ১৪টি ম্যাচে পরাজিত হয়েছে।

ইতোমধ্যেই বড় কোন শিরোপা ছাড়া মৌসুম শেষ করার বিষয়টিও নিশ্চিত হয়ে গেছে। 

মৌসুম শেষে কোচ কার্লো আনচেলত্তি সান্তিয়াগো ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচের পদে যোগ দিতে যাচ্ছেন। বায়ার লেভারকুসেনের জাভি আলোনসোর মাদ্রিদের পরবর্তী কোচ হিসেবে যোগ দেবার কথা রয়েছে। 

হুইজসেনের প্রশংসা করে আনচেলত্তি বলেছেন, ‘সে দুর্দান্ত একজন তরুণ খেলোয়াড়। তার মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে। নি:সন্দেহে এটা রিয়ালের জন্য একটি সেরা চুক্তি।

রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি করা সব খেলোয়াড়কেই আমি পছন্দ করি। কারণ রিয়াল মাদ্রিদ সবসময় শীর্ষে থাকতে চায়।’ 

এবারের মৌসুমে বিশেষ করে রক্ষনভাগের ইনজুরি নিয়ে মাদ্রিদ বেশ সমস্যায় রয়েছে। তাদের মধ্যে ডেভিড আলাবা ও এডার মিলিটাও ইনজুরি কাটিয়ে ফিরে আসলেও এখনো ডানি কারভাহাল পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।