শিরোনাম
ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস) : ভারত ও পাকিস্তানের মধ্য সংঘাতের কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আগামীকাল থেকে পুনরায় শুরু হচ্ছে।
৫৭ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর গত ৯ মে স্থগিত হয় আইপিএল। দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতির পর আগামীকাল থেকে আইপিএল শুরুর সিদ্বান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
পুনরায় শুরু হওয়া আইপিএলের প্রথম দিন মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো ব্যাঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্মৌ, মুম্বাই ও আহমেদাবাদের ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
প্লে-অফের ম্যাচের ভেন্যু চূড়ান্ত না হলে প্রথম কোয়ালিফায়ার ২৯ মে, এলিমিনেটর ৩০ মে, দ্বিতীয় কোয়ালিফায়ার পহেলা জুন এবং ফাইনাল ৩ জুন অনুষ্ঠিত হবে। ৩ জুন ফাইনাল দিয়ে শেষ হবে আইপিএল।
স্থগিতের পর আইপিএলে ফিরছেন না অনেক বিদেশি তারকা ক্রিকেটার। এরমধ্যে আছেন দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক ও ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যার্গাক। স্টার্কের জায়গায় দিল্লি ৬ কোটিং রুপিতে দলে ভিড়িয়েছে বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে।
লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলেও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বাকী ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ওপেনার ট্রাভিস হেড। এছাড়াও আইপিএলে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবস ও ফাফ ডু-প্লেসিস (দিল্লি), কাগিসো রাবাদা (গুজরাট টাইটান্স), আইডেন মার্করাম (লক্ষ্মৌ সুপার জায়ান্টস), মার্কো ইয়ানসেন (পাঞ্জাব কিংস), লুঙ্গি এনগিডি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু), উইয়ান মুল্ডার (সানরাইজার্স হায়দরাবাদ) এবং রায়ান রিকেলটন, উইল জ্যাকস ও কর্বিন বশ (মুম্বাই ইন্ডিয়ান্স)।
প্লেঅফের আগেই দেশে ফিরবেন মুম্বাইয়ের জ্যাকস ও রিকেলটন। তাই জ্যাকস ও রিকেলটনের বদলি হিসেবে ব্যাটার জনি বেয়ারস্টো ও পেসার রিচার্ড গ্লিসনকে দলে নিয়েছে মুম্বাই।
আইপিএলের মত পিএসএলও শুরু হবে কাল। পিএসএলে চলতি মৌসুমে ৮টি ম্যাচ বাকী আছে। ২৫ মে হবে গ্র্যান্ড ফাইনাল।
এবারের পিএসএলে ছিলেন বাংলাদেশের রিশাদ হোসেন ও নাহিদ রানা। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৯ উইকেট নেন রিশাদ। অন্যদিকে, পেশোয়ার জালমির স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি নাহিদ। পুনরায় শুরু হওয়া পিএসএলে খেলবেন না তারা। কারণ সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশের।
এছাড়া পিএসএলে আরও ফিরছেন না নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, ইংল্যান্ডের টম কারান, শ্রীলংকার কুশল মেন্ডিস, শন অ্যাবট, মার্ক চাপম্যানসহ আরও অনেকে।
কাল পিএসএলে মুখোমুখি হবে করাচি কিংস ও পেশোয়ার। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কোয়েটা গ্লাডিয়েটর্স।