শিরোনাম
ঢাকা, ১৫ মে ২০২৫ (বাসস) : ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। আর এর মাধ্যমে রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ইতিহাসে বড় একটি পরিবর্তণ আসতে যাচ্ছে। ক্লাব ইতিহাসের অন্যতম সফল কোচকে রিয়াল বিদায় জানানোর দ্বারপ্রান্তে রয়েছে।
তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ রিয়ালকে দুই মেয়াদে ১৫টি ট্রফি উপহার দিয়েছেন আনচেলত্তি।
গ্রীষ্ম মৌসুমে আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে বায়ার লেভারকুসেনের কোচ জাভি আলোনসোর মাদ্রিদের দায়িত্ব নেবার প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। এই মুহূর্তে মাদ্রিদের হয়ে আনচেলত্তির সফলতা-ব্যর্থতার হিসেব নিকেষ শুরু হয়ে গেছে। যদিও মাদ্রিদের সর্বকালের সেরা কোচের তকমা ইতোমধ্যেই তিনি পেয়ে গেছেন।
রিয়াল মাদ্রিদের ইতিহাসে শীর্ষ পাঁচ কোচের র্যাঙ্কিং :
৫. হোসে মরিনহো (২০১০-২০১৩) :
এটা হয়তো অদ্ভুত মনে হতে পারে, কিন্তু রিয়াল মাদ্রিদের বেশিরভাগ ভক্তই পর্তুগীজ ম্যানেজার হোসে মরিনহোকে স্প্যানিশ ক্লাবের ইতিহাসের সেরা কোচদের মধ্যে একজন বলে মনে করেন। এর মূল কারন হতে পারে ২০১১-১২ মৌসুমে মরিনহো রিয়ালকে লা লিগা শিরোপা উপহার দিয়েছিলেন। প্রথম ম্যানেজার হিসেবে পেপ গার্দিওলার দূরন্ত বার্সেলোনাকে পরাজিত করেছিল রিয়াল। ২০১০ সালের গ্রীষ্মে ইন্টারের হয়ে ট্রেবল জয়ের কিছুদিনের মধ্যেই মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেনতিনো পেরেজ মরিনহোর নিয়োগের ঘোষনা দেন।
বার্সেলোনার আধিপত্যকে খর্ব করার জন্যই মরিনহোকে দলে টেনে আনেন পেরেজ। মরিনহোও মাদ্রিদকে হতাশ করেনি। প্রথম বছরেই তার অধীনে ফাইনালে বার্সেলোনাকে পরাজিত করে কোপা ডেল রে শিরোপা জিতেছিল মাদ্রিদ।
৪. ভিসেন্টে ডেল বস্ক (১৯৯৪, ১৯৯৬, ১৯৯৯-২০০৩) :
কিংবদন্তী এই স্প্যানিশ ম্যানেজার ইউরোপীয়ান ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা একজন আইকনিক কোচ হিসেবে পরিচিত ছিলেন। রিয়াল মাদ্রিদে ডেল বস্ক দুটি লা লিগা শিরোপা জয় করেছে। এছাড়া দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেছিলেন। এর মধ্যে একটি ছিল ২০০১ সালে বায়ার লেভারকুসেনকে ২-১ গোলে হারানোর ম্যাচটি। ঐ ম্যাচে দ্বিতীয়ার্ধে জিনেজিন জিদানের গোলে মাদ্রিদের জয় নিশ্চিত হয়।
কোচ ছাড়াও খেলোয়াড় হিসেবেও ডেল বস্ক রিয়ালের আইকনিক তকমা আদায় করে নিয়েছিলেন। মাদ্রিদের হয়ে ১৯৭৪-১৯৮০ সালের মধ্যে পাঁচটি লা লিগায় শিরোপা জয় করেছেন।
ক্যারিয়ারে তিনবার রিয়ালের কোচের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ১৯৯৯ সালে ফিরে আসার আগে দুইবার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করেছেন। ফ্লোরেন্তিনো পেরেজ ২০০০ সালে প্রথমবারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার মেয়াদে ডেল বস্ক প্রথম ম্যানেজার হিসেবে এখনো জনপ্রিয় হয়ে আছেন।
৩. মিগুয়েল মুনোজ (১৯৬০-১৯৭৪) :
তিনি সম্ভবত বিংশ শতাব্দীর স্প্যানিশ ফুটবলের সবচেয়ে আইকনিক ব্যক্তিত্বদের একজন ছিলেন। মুনোজ রিয়াল মাদ্রিদের জার্সিতে ১৯৪৮-১৯৫৮ সাল পর্যন্ত খেলে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেছিলেন।
১৯৬০ সালে কোচ হিসেবে যোগ দেন। আর ঐ সময়ই মাদ্রিদের চেহারা পাল্টে যায়। তার অধীনে মাদ্রিদ ১৯৬০ ও ১৯৬৬ সালে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ছাড়াও নয়টি লিগ শিরোপাসহ আরো বেশ কিছু শিরোপা জয় করে। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ৬০১টি ম্যাচ পরিচালনা করেছেন। এখনো রিয়ালকে সবচেয়ে বেশী ম্যাচে পরিচালনা করার রেকর্ড তিনি ধরে রেখেছেন।
২. জিনেদিন জিদান (২০১৬-২০১৮, ২০১৯-২০২১) :
ফরাশি এই কোচ খেলোয়াড় হিসেবেও নিজের খ্যাতির প্রমান রেখেছেন। এরপর স্প্যানিশ জায়ান্টদের কোচ হিসেবে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ২০১৬ সালে দলের নতুন কোচ হিসেবে পেরেজ যখন তাকে নিয়োগ দেন তখন ডাগআউটে রাফায়েল বেনিতেজের উত্তরসূরী হিসেবে তাকে নিয়ে যথেষ্ট শঙ্কা ছিল। এটাই প্রধান কোচ হিসেবে তার প্রথম অভিজ্ঞতা ছিল। এর দুই বছর আগে কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছিলেন। ২০১৬-২০১৮ সালের পর আবারো ২০১৯-২০২১ সালে রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন জিদান। তার অধীনে ২০১৬-২০১৮ টানা তিন বছর রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছে।
ইতিহাসে প্রথম কোন ম্যানেজার হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জণ করেছেন।
ক্যারিয়ারে একমাত্র ক্লাব হিসেবে রিয়ালকেই তিনি পরিচালনা করেছেন।
১.কার্লো আনচেলত্তি (২০১৩-২০১৫, ২০২১-২০২৫) :
এরপর অবশ্যই আসে আনচেলত্তির নাম। ইতালিয়ান এই ম্যানেজার ইউরোপীয়ান ফুটবলের অন্যতম সফল কোচ হিসেবে নিজেকে প্রমান করেছেন। ইতালি, জার্মানী, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবের হয়ে ক্যারিয়ারে তিনি ৩১টি বড় শিরোপা জয় করেছেন। একমাত্র ম্যানেজার হিসেবে ইউরোপীয়ান শীর্ষ পাঁচ লিগের শিরোপা জয় করার কৃতিত্ব দেখিয়েছেন। কোচ হিসেবে সর্বোচ্চ পাঁচটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা সুপার লিগের শিরোপা জিতেছেন।
রিয়াল মাদ্রিদে দুই মেয়াদে তিনটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন। এর মধ্যে ২০১৪ সালে এ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ফাইনালে জয়ী হয়ে প্রথম শিরোপাটি ঘরে আসে। এটি ছিল রিয়ালের ১০ম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এরপর লিভারপুলের বিপক্ষে ২০২২ সালে ও গত বছর লন্ডনে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে তৃতীয় শিরোপা জয় করেন আনচেলত্তি।
ক্লাবের ১৫টি ট্রফি জিতে আনচেলত্তি রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বর্ণাঢ্য ম্যানেজার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।