শিরোনাম
ঢাকা, ১২ মে ২০২৫ (বাসস) : টি-টোয়েন্টি ফরম্যাটে আরও বড় সাফল্য অর্জনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাতে চান ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সদ্যই স্থায়ীভাবে বাংলাদেশের অধিনায়ক হওয়া লিটন দাস।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে স্থায়ীভাবে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে লিটনের।
আরব আমিরাত সিরিজ নিয়ে লিটন বলেন, দলের লক্ষ্য সিরিজ জয়। পাশাপাশি দল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও আছে।
আজ সাংবাদিকদের লিটন বলেন, ‘স্থায়ীভাবে অধিনায়ক হওয়াটা স্বাভাবিকভাবেই ইতিবাচক বিষয় এবং এটি একজন অধিনায়ককে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরিতে সাহায্য করে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘমেয়াদের সুযোগ পেলে অনেক কিছু নিয়ে ভাবা যায়। এখন প্রশ্ন হল, এই সময়ের মধ্যে আমি কতটা ভালোভাবে দলকে গুছিয়ে নিতে পারি। আমি আশাবাদী, এটি নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকবে।’
এর আগে ভারপ্রাপ্ত হিসেবে বিভিন্ন ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি। স্থায়ীভাবে অধিনায়কত্ব পাওয়ার ক্ষেত্রে ক্যারিবীয়দের বিপক্ষে সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ব্যাট হাতে ছন্দে ছিলেন না লিটন। অফ ফর্ম তার অধিনায়কত্বের উপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে লিটন মনে করেন, অধিনায়কত্বের দায়িত্ব ফর্মে ফিরতে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, ‘কোনও চাপ নেই। অধিনায়ক না থাকার সময়েও কখনো কখনো আমার পারফরমেন্স খারাপ ছিল। এখন এমন না যে, অধিনায়ক হলেও খারাপ করব।’
তিনি আরও বলেন, ‘এটা (অধিনায়কত্ব) বাড়তি সুবিধাও হতে পারে। আমি বিশ্বাস করি যারা ইতিবাচকভাবে চিন্তা করে, তারা কিছু দিনের জন্য ব্যর্থ হলেও পরবর্তীতে ফল পায়। আমি সেই জায়গায় আছি। আমি ইতিবাচকভাবে চিন্তা করছি যাতে ফল আমার অনুকূলে আনতে পারি।’
শুধু একটি সিরিজের জন্য নয়, ভবিষ্যতের দিকে মনোনিবেশে জোর দিয়েছেন লিটন।
তিনি বলেন, ‘আগে আমার সব পরিকল্পনা ছিল একটি সিরিজ নিয়ে। এখন দীর্ঘমেয়াদে সুযোগ এসেছে, তাই আমার চিন্তাভাবনা ভবিষ্যত নিয়েও। এখন আমি জানি, আমার দীর্ঘ সময়ে জন্য লক্ষ্য আছে। অবশ্যই এই সিরিজের (সংযুক্ত আরব আমিরাত) পরিকল্পনাও থাকবে, পাশাপাশি ভবিষ্যতের কথাও মাথায় থাকবে।’