বাসস
  ১২ মে ২০২৫, ১৮:১২

লিটনের নেতৃত্বের প্রশংসায় সালাহউদ্দিন


ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : কৌশলগত কারণে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার জন্য লিটন দাস সেরা পছন্দ বলে মনে করেন টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

লিটনের অধিনায়কত্ব সম্পর্কে সালাহউদ্দিন বলেন, ‘ লিটনের অধিনায়কত্ব নিয়ে কথা বলতে গেলে বলতে হবে  সে একজন কৌশলী নেতা। বোলারদের শক্তি সম্পর্কে তার ভালো ধারণা আছে। প্রতিপক্ষ সর্ম্পকে খুব ভাল বিশ্লেষণ করে। টি-টোয়েন্টিতে কীভাবে ফিল্ড সেট-আপ করতে হবে, খেলাটা এগিয়ে নিতে হবে, ব্যাটিংটাও এগিয়ে নিতে হবে, সেই সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে।’

সালাহউদ্দিন জানান, এই ফরম্যাট থেকে সিনিয়র খেলোয়াড়দের অবসরের পর বাংলাদেশ যখন ক্রান্তিকাল সময় পার করছে, তখন দলকে এগিয়ে নিতে লিটনের সমর্থন প্রয়োজন। 

তিনি বলেন, ‘অধিনায়কের যে-সব গুণ দরকার, যেভাবে দলকে এগিয়ে নেওয়া দরকার, কৌশলগতসহ সব দিক থেকেই  সে খুব ভালো। চেষ্টা করছে দলকে কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায়। একজন অধিনায়কই দলটা চালাবে। আমরা যারা পাশে আছি, তাকে সমর্থন দিতে হবে, সেই স্বাধীনতা দিতে হবে। তাহলে সে ভালো করবে।’

সালাহউদ্দিন আরও বলেন, বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এজন্য লিটনের সমর্থন অপরিহার্য।

তিনি বলেন, ‘বাংলাদেশ দলের অধিনায়ক আসলে পুরো দেশের অধিনায়ক। অনেকেই হয়ত অনেককে অপছন্দ করতে পারেন, আবার অনেকে তাকে অধিনায়ক হিসেবে দেখলে মাথা গরম হয়ে যায়। বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা বাইরে থেকে খুব সহজ মনে হতে পারে। কিন্তু এটা খুবই কঠিন কাজ। এজন্য আমাদের সকলকে একে অপরকে সমর্থন করতে হবে।’

সালাউদ্দিন জানান, তার কাজ সহজ করার জন্য দলের খেলোয়াড়দের ভূমিকা রাখতে হবে। 

তিনি বলেন, ‘সবাই একসাথে পারফর্ম করতে পারে না। এটি বড় সমস্যা। যদি আমাদের অনেক পারফরমার থাকত, তাহলে অধিনায়কের জন্য কাজটা আরও সহজ হতো। আমাদের পারফরমেন্সে ধারাবাহিকতা নেই। তাই এটি বড় চ্যালেঞ্জ।’

বাংলাদেশ প্রিমিয়ার লীগে(বিপিএল)দীর্ঘদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে সালাহউদ্দিনের কোচিংয়ে খেলেছেন লিটন। তাই দু’জনের মধ্যে বোঝাপড়াও বেশ ভালো।

সালাউদ্দিন  বলেন, ‘আমরা সবসময় লিটনকে একটু ভিন্নভাবে দেখি। আমরা যখন তাকে দেখি তখন আমরা ভিন্নভাবে চিন্তা করি। কারণ সে খুব বেশি কথা বলে না। যারা তার সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করে ওর(লিটন) সম্পর্কে তাদের ভুল ধারণা নেই।’

এখনও নিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেননি লিটন। তারপরও ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মত বড় অর্জন আছে তার।
লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরবর্তীতে, পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

সম্প্রতি ব্যাট হাতে ছন্দে নেই লিটন। তবে লিটন দ্রুত খারাপ সময় কাটিয়ে উঠবে বলেই  বিশ্বাস করেন সালাহউদ্দিন। 

তিনি বলেন, ‘যেহেতু কিছু দিন যাবত সে রান পাচ্ছেনা আপাতত এটি তার দুর্বলতা হতে পারে। তবে আমি মনে করি সে খারাপ সময় থেকে বের হয়ে আসবে।’