BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ২০ অক্টোবর ২০২১, ১৮:২৬

টেস্ট ক্রিকেট থেকে প্যাটিনসনের অবসর

দুবাই, ২০ অক্টোবর, ২০২১ (বাসস) : টেস্ট ক্রিকেট থেকে  অবসরের ঘোষণা দিলেন  অস্ট্রেলিয়ান পেসার  জেমস প্যাটিনসন।  চির প্রতিদ্বন্দি  ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ  সিরিজ শুরু হওয়ার কয়েক  সপ্তাহ আগে  লংগার ভার্সন থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।  
টেস্ট ক্রিকেটে ৮১ উইকেট শিকারী  ৩১ বছর বয়সী ডান হাতি এ পেসার হাঁটুর  ইনজুরির কারণে বহুল প্রত্যাশিত এ্যাশেজ সিরিজের আগে এমন সিদ্ধান্ত  নিতে বাধ্য হলেন। 
ইনজুরির কারণে  পর্যাপ্ত অনুশীলন  করা সম্ভব হয়নি  উল্লেখ করে এক বিবৃতিতে প্যাটিনসন  বলেন,‘ সত্যিকারার্থেই  এ্যাশেজ সিরিজ খেলার  তীব্র ইচ্ছে ছিল।  এ্যাশেজ সিরিজের দলে সুযোগ হলে  নিজকে আমার প্রমান করতে হতো। যা আমার পক্ষে সম্ভব হচ্ছেনা।’
২০১১ সালে ক্রিকেটের তিন সংস্করণেই অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় প্যাটিনসনের। ২১টি টেস্টে ৮১ উইকেট, ১৫টি ওয়ানডেতে ১৬টি ও ৪টি টি-টোয়েন্টিতে ৩ উইকেট নিয়েছেন প্যাটিনসন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেটা ভার্সন