বাসস
  ০৪ মার্চ ২০২৪, ১৮:৪১

হায়দারাবাদের নেতৃত্ব পেলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কামিন্স

নয়া দিল্লি, ৪ মার্চ ২০২৪ (বাসস) : আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে  সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়কত্ব  করবেন  অস্ট্রেলিয়ার বিশ^কাপ জয়ী দলনেতা প্যাট কামিন্স। গত আসরে হায়দারাবাদকে নেতৃত্ব দেওয়া দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করামের স্থলাভিষিক্ত হলেন কামিন্স।
গত বছরের ডিসেম্বরে আইপিএলের নিলামে সাড়ে ২০ কোটি রুপিতে কামিন্সকে দলে নেয় হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেন কামিন্স। তবে ঐ নিলামেই কামিন্সের রেকর্ড ভেঙ্গে দেন তারই স্বদেশি পেসার মিচেল স্টার্ক। আইপিএলের রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।
আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতে ২০২৩ সালের আইপিএলে খেলেননি কামিন্স। গেল বছরই কামিন্সের নেতৃত্বে আইসিসি ইভেন্টে বড় দু’টি ট্রফি জযের স্বাদ পায় অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ^কাপ জয় করে নেয় অসিরা। অধিনায়ক হিসেবে কামিন্সের দক্ষতায় মুগ্ধ হয়ে তার কাঁধেই দায়িত্ব তুলে দিলো হায়দারাবাদ ফ্র্যাঞ্চাইজি। এর আগে কখনও আইপিএল বা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে কোন দলের অধিনায়কের দায়িত্ব পালন করেননি কামিন্স।
আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৭তম আসর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়