BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ২১ সেপ্টেম্বর ২০২১, ২০:১৬

জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুতে বিওএ মহাসচিব শাহেদ রেজার শোক

ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২১ (বাসস) : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়, কোচ ও  ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
আজ এক শোক বার্তায় বিওএ মহাসচিব বলেন, ‘ক্রিকেট তথা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার অবদান ছিল অপরিসীম। তিনি একাধারে ক্রিকেট খেলোয়াড়, কোচ, সংগঠক ও ক্রীড়া লেখক হিসেবে দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রেখেছেন।’
তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন একজন সূর্য সন্তানকে হারাল। ক্রিকেট হারাল এক অকৃত্রিম অভিভাবককে। তিনি নিজ হাতে গড়ে তুলেছেন দেশের অনেক শীর্ষ ক্রিকেটারকে। তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনের অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান সৈয়দ শাহেদ রেজা।
আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৪ বছর বয়সী জালাল আহমেদ চৌধুরী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেটা ভার্সন