BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫১

বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নিবেন নাভিন

কাবুল, ২৮ সেপ্টেম্বর ২০২৩ (বাসস) : ভারতে অনুষ্ঠেয়  আসন্ন বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিবেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নাভিন বলেন, ‘নিজের দেশকে প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের বিষয়। এবারের বিশ্বকাপ শেষে আমি ওয়ানডে থেকে অবসর নেব। টি-টোয়েন্টিতে ফরম্যাটে নীল জার্সিতে দেশের হয়ে খেলা চালিয়ে যেতে চাই।’
তিনি আরও বলেন, ‘এমন সিদ্ধান্ত নেয়াটা সহজ ছিল না কিন্তু ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং আমার সব ভক্তদের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে চাই।’
২০১৬ সালে অভিষেকের পর দেশের হয়ে এখন পর্যন্ত ৭টি ওয়ানডেতে ২৫ দশমিক ৪২ গড়ে ১৪ উইকেট শিকার করেছেন নাভিন। ২০২১ সালের জানুয়ারিতে আবু ধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি। আড়াই বছর পর আসন্ন ওয়ানডে বিশ^কাপের দলে ফিরেন ২৩ বছর বয়সী নাভিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়