বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩২
আপডেট  : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫০

বরগুনার আমতলীতে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ হচ্ছে

বরগুনা, ৬ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : জেলার আমতলী উপজেলায় নির্মিত হচ্ছে বিদ্যুৎ উপকেন্দ্র। আমতলী উপজেলার সদর ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামে ৪৮ দশমিক ৮৫ একর জমিতে এ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের জন্য জেলা প্রশাসন ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু করেছে। 
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের আওতায় পাওয়ার গ্রিড কো¤পানি অব বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে সরকার ৪০০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের জন্য আমতলী সদর ইউনিয়নের ৫১নং মৌজার চলাভাঙ্গা গ্রাম নির্ধারণ করে। জরিপ এবং যাচাই বাছাই শেষে ভূমি অধিগ্রহণের কার্যাক্রম শুরু করেছে বরগুনা জেলা প্রশাসন কার্যালয়। 
জেলা প্রশাসন কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের জন্য ৪৮ দশমিক ৮৫ একর জমির প্রয়োজন। তিনি জানান, ৪৮ দশমিক ৮৫ একর জমি নির্ধারণ করে ২৮৫ জন জমির মালিককে নোটিস জারি করা হয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়